জানা যাচ্ছে, শনিবার রাতে চারচাকা গাড়ি নিয়ে এক ব্যক্তি জলমগ্ন ভাসাপুল দিয়ে নদী পারাপার করার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় ভাসাপুলের উপর জল থাকার কারণে তার গাড়ি নিয়ন্ত্রণ হারায়। আর তারপরেই গাড়িটি বেগতিক হয়ে আটকে যায়। মাঝ নদীতেই আটকে থাকে গাড়িটি। বাঁকুড়ার লোকজন রবিবার সকালে এমন ঘটনা দেখতে পান এবং অবাক হয়ে পড়েন। পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্নও উঠছে।
advertisement
আরও পড়ুন: ১২ হাজার টাকা বিনিয়োগে লাভ ৬০ হাজার! চাষের কৌশলে বদল, ‘এই’ চাষ করে অঢেল কামাচ্ছেন মেদিনীপুরের চাষিরা
শনিবার রাতে জলমগ্ন ভাসাপুল দিয়ে গাড়ি পারাপারের সময় এমন ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদীর মিনাপুর ঘাটে। যদিও ঘটনার সময় জলের স্রোত কম থাকার কারণে কোনওক্রমে প্রাণে বেঁচে যান চালক। গাড়িতে অন্য কোনও যাত্রী ছিলেন কিনা জানা যায়নি।
আরও পড়ুন: ভাগীরথী গিলে খাচ্ছে অগ্রদ্বীপ! আবার শুরু হয়েছে ভাঙন, দেখুন ভয়াবহ পরিস্থিতি
প্রশ্ন হল, ভাসাপুল জলমগ্ন থাকা অবস্থাতেও কেন ঝুঁকি নিয়ে নদী পারাপারের চেষ্টা করেন ওই গাড়িচালক? কারণ সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে ওই ভাসাপুলের উপর দিয়ে দ্বারকেশ্বর নদী পার করলেই সহজেই ওপাড়ের বাঁশি, আড়ালবাঁশি, ধলডাঙা, জগদল্লা সহ বিভিন্ন জায়গায় পৌঁছনো যায়। হয়ত সেই কারণেই শর্টকাট খুঁজতে গিয়েছিলেন ওই গাড়ি চালক। তবে শর্টকাট খুঁজতে গিয়ে এমন বিপত্তি বাঁধবে তা হয়ত তিনিও কল্পনা করতে পারেন নি।
