উত্তর ২৪ পরগনার দেগঙ্গার লেবুতলা এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক জনের। বারাকপুর-বারাসত রোডে সুভাষনগরের কাছে ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে বন্ধ হয়ে গিয়েছে যাতায়াত। ঝড়ের দাপটে ছিঁড়েছে বিদ্যুতের তার। খড়দহে কল্যাণী এক্সপ্রেসওয়েতে হোর্ডিং ভেঙে যান চলাচল ব্যাহত। সোদপুর কাচকল মোড়ে বিটি রোডের উপর ভেঙে পড়েছে ল্যাম্পপোস্ট। বসিরহাটেও শুরু হয়েছে ঝড়-বৃষ্টি।
হাওড়া শহর ও বিস্তীর্ণ এলাকায় সকাল থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে এলাকায় বিদ্যুৎহীন। হুগলির চুঁচুড়া, শ্রীরামপুর-সহ বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।
advertisement
ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি শুরু। শিলিগুড়িতে সকাল থেকে আকাশ মেঘলা। জেলাজুড়ে ঝড়-বৃষ্টি শুরু। জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি। ধূপগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কের দু'পাশে বৃষ্টির জল জমে যাওয়ায় যাত্রীরা বিপাকে। ধূপগুড়ির কয়েকটি এলাকায় ঝড়ের পরে বিদ্যুৎহীন। মালদহের কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ-সহ একাধিক জায়গায় সকাল থেকে ঝড়-বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট-সহ বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।