কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা সুলেখা মুখোপাধ্যায় বাড়িতে একাই থাকতেন। তাঁর বাবা সুধীর মুখোপাধ্যায় ছিলেন ইতিহাসবিদ। হুগলির ব্যান্ডেলের কাজিডাঙার বাড়িতে বানিয়েছিলেন সংগ্রহশালা। সেই থেকে প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণার প্রতি আগ্রহ জাগে সুলেখাদেবীর। বৃহস্পতিবার সকালে দোতলার ঘর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে দানা বেঁধেছে রহস্য। প্রতিবেশীরা দেখতে পান, বাড়ির দরজা খোলা। সন্দেহ হওয়ায় ভিতরে ঢুকে দেখা যায়,
advertisement
মুখে কাপড় বেঁধে গলার নলি কাটা অবস্থায় পড়ে আছেন সুলেখাদেবী। আলমারি ভাঙা অবস্থায় পড়ে আছে। দোতলার ঘরের দরজাও খোলা। পুলিশের অনুমান, দোতলার দরজা খুলেই বাড়িতে ঢোকে দুষ্কৃীতরা।
ডাকাতির উদ্দেশেই খুন সেবিষয়ে নিশ্চিত পুলিশ। তবে কী খোয়া গিয়েছে তা এখনও জানা যায়নি।
কোনও অ্যান্টিক দুষ্প্রাপ্য জিনিস লুঠই কী উদ্দেশ্যই ছিল? না কি নিছক গয়না বা টাকাপয়সাই লুঠ করতে এসেছিল ডাকাতরা? তা খতিয়ে দেখছে পুলিশ।