ঝাড়গ্রামের বীরকাঁড় গ্রামে সস্ত্রীক ভোট দিলেন ছত্রধর। ভোটের লাইনে দাঁড়িয়ে বললেন, ''এত বছর পর ভোট দিতে এসেছি। মনে হচ্ছে আমি যেন নতুন ভোটার। আমি এখন তৃণমূল কংগ্রেসের কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমার দল। আর এবারও আমার দলের জয় নিশ্চিত।'' ছত্রধর মাহাতো এখন তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সম্পাদক। গত কয়েক বছরে জঙ্গলমহলে উন্নয়নমূলক অনেক কাজই করেছে শাসক দল। এদিন ভোটের লাইনে দাঁড়িয়ে এমনই দাবি করলেন ছত্রধর। একসময় শাসকদলের বিরুদ্ধে নেমেছিলেন আন্দোলনে। এখন জঙ্গলমহলে তাঁর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও পরিচিতিকে অস্ত্র করেই শাসক দল এগোতে চায়। এই নিয়ে ছত্রধরের বক্তব্য, ''তৃণমূলের নেতৃত্বে রাজ্যে গত ১০ বছরে অনেক কাজ হয়েছে। আগে যে দলের সঙ্গে যুক্ত ছিলাম তাদের হয়ে কাজ করতে পারিনি। এখন চেষ্টা করি যাতে মানুষের ও সমাজের ভাল হয়।''
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ফিরেছেন জীবনের মূল স্রোতে। আর তার জন্য তৃণমূল কংগ্রেসে সম্মাজনক পদও পেয়েছেন তিনি। ছত্রধর মাহাতো এর আগে ২০১১ সালে বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে জেল থেকে লড়েছিলেন। তবে সেবার তিনি জিততে পারেননি। এমনকি জেলে থাকায় নিজের ভোট দিতে পারেননি। তবে তাঁর জনপ্রিয়তা এতটাই ছিল যে প্রায় কুড়ি হাজার ভোট পেয়েছিলেন সেবার। জঙ্গলমহলে এখনও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তবে আগের মতো আর ব্যস্ততা নেই তাঁর জীবনে। তাই এখন সুস্থির হয়ে ভোটের লাইনে দাঁড়ান। ভোট দিয়ে বেরিয়ে আসেন হাসিমুখে। পাল্টে গিয়েছেন ছত্রধর! পাল্টেছে জঙ্গলমহল!