TRENDING:

৫ দিন ধরে বন্ধ কুলটি বয়েজ হাই স্কুলের মিড ডে মিল, বিপাকে পড়ুয়ারা

Last Updated:

মিড ডে মিল না পাওয়ায় স্কুলে পড়ুয়াদের হাজিরা রোজই কমছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: শতাব্দী প্রাচীন স্কুলে ৫ দিন ধরে বন্ধ মিড ডে মিল। স্কুলে এসেও খাবার পাচ্ছেন না পড়ুয়ারা। ছাত্রসংখ‍্যা হাজারের বেশি হলেও, পড়ুয়াদের হাজিরা রোজই কমছে কুলটি বয়েজ হাইস্কুলে। সমস্যা বাড়িয়েছে কয়েক সপ্তাহ ধরে প্রধানশিক্ষকের অনুপস্থিতি।
advertisement

শতবর্ষপ্রাচীন এই স্কুলের ছাত্র সংখ্যা সহস্রাধিক। আচমকা মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ায় উপস্থিতির সংখ্যা ক্রমশঃ কমছে। শুক্রবার স্কুলে গিয়ে মিড ডে মিলের রান্না ঘরের যে দৃশ্য দেখা গেল তা রীতিমতো আঁতকে ওঠার মতো। রান্নাঘরের ভেতরেই রয়েছে খোলা চওড়া নর্দমা। নোংরা জল জমা হয়ে আছে তাতে। ঠিক এর পাশেই ইঁটের উনুনে চলে শিক্ষার্থীদের জন্য রান্নার কাজ। খাবারের মান নিয়েও প্রশ্ন তুললেন পড়ুয়ারা। তাদের দাবী সপ্তাহে একদিন অর্ধেক ডিম সঙ্গে ভাতের দেওয়া হয়। অন্য দিনগুলোতে জোটে সোয়াবিন বড়ির ঝোল আর ডাল - ভাত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বন্ধ হয়ে যাবার পর কেউ ঘর থেকে টিফিন আনছে তো কেউ আবার স্কুলের বাইরে যা পারছে খাচ্ছে। ছাত্রদের এই অবস্থা দেখে মর্মাহত শিক্ষকরা। তাদের দাবী প্রধানশিক্ষক আসছেন না। মিড ডে মিল চালু করার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিক সরকার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানশিক্ষক উত্তম রায়কে বেশ কয়েকবার ফোন করা হলে প্রথমে তিনি ফোন ধরেননি। অন্যদিকে শিক্ষা দপ্তরের অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত মন্ডল জানান স্কুলের জেলা পরিদর্শককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫ দিন ধরে বন্ধ কুলটি বয়েজ হাই স্কুলের মিড ডে মিল, বিপাকে পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল