তাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়াল স্থানীয় কামারপুকুর গ্রাম পঞ্চায়েত। উমেনস ফ্রেন্ডলি পঞ্চায়েত গড়ার লক্ষ্যে নারীদের উন্নয়নের বার্তা দিতেই উদ্যোগী হয়েছে পঞ্চায়েত। আরামবাগ মহকুমায় প্রথম কোনও বালিকা বিদ্যালয় এমন উদ্যোগ নিল। স্কুল কর্তৃপক্ষের দাবি, অনেক ছাত্রীই বাড়ি থেকে একা স্কুলে আসে। ফলে স্কুলে ঢুকতে অথবা স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হলে অভিভাবকরা বাড়িতে বসেই দুশ্চিন্তা করেন। এবার অ্যাটেনডেন্স মেসেজ চলে যাওয়ায় তাঁরা অনেকটাই স্বস্তি বোধ করছেন। গ্রামীণ সরকারি স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা।
advertisement
ইতিমধ্যেই নয়নতারা বালিকা বিদ্যালয়ে চালু হয়ে গিয়েছে এই ডিজিটাল সিস্টেম। স্কুলের ঢোকার গেটের পাশেই লাগানো হয়েছে ফেস স্ক্যানার। ছাত্রীরা স্ক্যানারের সামনে দাঁড়ালেই অভিভাবকরা মেসেজ পেয়ে যাচ্ছেন। এই উদ্যোগে সহযোগিতা করায় বিদ্যালয় পরিচালন কমিটি থেকে পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষিকারা।