TRENDING:

South 24 Parganas News: মাঘ মাসে বাংলার একাদিক জেলায় পূজিত হন অভিনব এই লৌকিক দেবতা

Last Updated:

South 24 Parganas News: লোকবিশ্বাস, এই বিগ্রহ হল দক্ষিণরায়ের কাটা মুণ্ড। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে পূজিত এক লৌকিক দেবতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা : গ্রামবাংলার এই লৌকিক দেবতার কোনও পূর্ণ প্রতিমা হয় না। কেবল মাত্র মুকুটযুক্ত মুণ্ডমূর্তি রূপে বছরে একদিন পূজিত হন এই দেবতা। মুকুটের উপরে বনের ফুল-লতা-পাতা আঁকা থাকে। মুকুটের ঠিক নীচে চোখ, মুখ, কান ইত্যাদি খোদিত ও আঁকা হয়। মাঘ মাসের দিনে তাঁর পুজোর রীতি আছে। এই লৌকিক দেবতার পুজো মূলত চব্বিশ পরগণা-সহ বেশ কিছু এলাকায় বাংলার কয়েকটি জেলায় প্রচলন আছে। সুন্দরবন অঞ্চলে তাঁর পুজো বেশি হয়। সমাজের সব স্তরের মানুষ তাঁর পূজা করেন। এই দেবতার জন্য বাংলার লোকশিল্পের আদি ধারা আজও টিঁকে আছে।
advertisement

আরও পড়ুন : সংগ্রামের পীঠস্থানে মন্দির নগরী, জানুন কংসাবতীর তীরে টেরাকোটার প্রাচীন মন্দিরের অন্দরকথা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

লোকবিশ্বাস, এই বিগ্রহ হল দক্ষিণরায়ের কাটা মুণ্ড। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে পূজিত এক লৌকিক দেবতা। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি প্রভৃতি জেলার গ্রামাঞ্চলে এই দেবতার পুজো প্রচলিত; তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই ঠাকুরের পূজার প্রচলন অত্যধিক। আর লোকমুখে তাঁর পুজো থেকেই এলাকার নাম দক্ষিণ বারশত নামেই অভিহিত করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাঘ মাসে বাংলার একাদিক জেলায় পূজিত হন অভিনব এই লৌকিক দেবতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল