TRENDING:

দেড় বছরের শিশুর পেটে মিলল ভ্রূণ !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: এ এক উলোটপুরাণ...বর্ধমানে শিশুর পেটে মিলল ভ্রূণ। বিরল অস্ত্রোপচারে দেড় বছরের শিশুর পেট থেকে বেরল ভ্রূণ। বিরলতম ঘটনা, বলছেন বর্ধমান মেডিক্যালের চিকিৎসকরা। আপাতত পর্যবেক্ষণে রয়েছে বীরভূমের নানুরের বাসিন্দা দেবনাথ মাজি।
advertisement

কত কী ঘটে এই আজব দুনিয়ায়.....তার খবর কে রাখে!! যেমন এক বছর আট মাসের শিশুর পেটে ভ্রূণের খোঁজ ! অবাক হলেও.....খবর সত্যি। বীরভূমের নানুরের বাসিন্দা দেড় বছরের দেবনাথ মাজির পেটে শক্ত কিছুর অস্তিত্ব টের পান পরিবারের সদস্যরা। তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানে ধরা পড়ে রোগ।

advertisement

চিকিৎসা পরিভাষায় এর নাম, ফিটাস ইন ফেটু। অর্থাৎ একটি শিশুর পেটে আরেকটি শিশু। চিকিৎসকদের দাবি, এ ঘটনা বিরলতম হলেও, অস্বাভাবিক নয়। যদিও কারণ আজও অজানা। পাঁচ লাখ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে এই ধরণের ঘটনা ঘটে।

কুড়িজন বিশেষজ্ঞ চিকিৎসক। দু ঘণ্টার জটিল অস্ত্রোপচারে বিপদ কাটে শিশুর । আপাতত পর্যবেক্ষণে রয়েছে দেড় বছরের দেবনাথ মাজি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেড় বছরের শিশুর পেটে মিলল ভ্রূণ !