TRENDING:

Flood Like Situation: বাংলাকে ডোবানোর চক্রান্ত - মমতার ভয়ানক তোপ, আজ সরেজমিনে খতিয়ে দেখবেন আরামবাগ, খানাকুল

Last Updated:

Flood Like Situation: ডিভিসির বিরুদ্ধে না জানিয়ে ফের জল ছাড়ার অভিযোগ রাজ্যের। বন্যা পরিস্থিতি দেখতে আজ হুগলি ও মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজ আরামবাগে মুখ্যমন্ত্রী! বন্যা পরিস্থিতি ঘুরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার দুপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রথমে তিনি আরামবাগে পৌঁছে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন, এরপর কামারপুকুর হয়ে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
আজ আরামবাগে মুখ্যমন্ত্রী
আজ আরামবাগে মুখ্যমন্ত্রী
advertisement

আরামবাগ, খানাকুল ছাড়াও পুরশুড়ার ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ও মাঠঘাট জলমগ্ন। গোঘাটের ৩টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে নতুন করে। তার ওপর নদীগুলিতে হুহু করে বাড়ছে জলস্তর।রাজ্যের বন্যা পরিস্থিতি আসলে ‘ম্যান মেড’। এ কথা অনেক বার শোনা গিয়েছে মমতার গলায়। বছর দুয়েক আগে হাওড়ার উদয়নারায়ণপুরেও মমতা একই কথা বলেছেন। ২০০০ সালে রাজ্য জুড়ে বন্যার পর মমতা বলেছিলেন ‘ম্যান মেড’। ফারাক একটাই, তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী। আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী।

advertisement

আরও পড়ুন – বিহারে SIR নিয়ে হুলূস্থূল, এবার বাংলায় এসআইআর নিয়ে কি অবস্থান দলের, আজ দলীয় বৈঠকে বুঝিয়ে দেবেন অভিষেক



সোমবার সমাজমাধ্যমেও ‘ম্যান মেড’ বন্যার কথা বলেছিলেন মমতা।দামোদরের জলে প্লাবিত হুগলির বেশ কিছু এলাকা। পুরশুড়ার বেশ কিছু জায়গায় জলবন্দি হয়ে পড়েছেন মানুষজন। বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে।হুগলির একাধিক গ্রাম জলের তলায়। স্থানীয় সূত্রে খবর, কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি। গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে কানায় কানায় পূর্ণ ছিল দামোদর। তার উপর দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি।

advertisement

ইতিমধ্যেই ডিভিসি’র জল ছাড়া নিয়ে জোর তরজা শুরু হয়েছে। রাজ্যের বারবার অভিযোগ যথা সময়ে তাদের না জানিয়ে জল ছাড়া হচ্ছে। আবার রাজ্যের অভিযোগ উড়িয়ে দিয়ে ডিভিসি’র বক্তব্য তারা যথাসময়ে পদ্ধতি মেনেই জল ছাড়ার বিষয়ে অবহিত করে। তবে রাজ্য যে অভিযোগ তুলছে ড়িভিসি তাদের রির্জাভারের ড্রেজিং করছে না বলে জল ধরে রাখতে পারছে না। তা নিয়ে চুপ ডিভিসি।আজ বিকেলেই তিনি চলে যাবেন পশ্চিম মেদিনীপুর জেলায়। মেদিনীপুর শহরে রাতে থাকবেন। বুধবার দুপুরে যাবেন ঝাড়গ্রাম। সেখানে ভাষা আন্দোলনের মিছিল আছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

Abir Ghosal

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood Like Situation: বাংলাকে ডোবানোর চক্রান্ত - মমতার ভয়ানক তোপ, আজ সরেজমিনে খতিয়ে দেখবেন আরামবাগ, খানাকুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল