TRENDING:

Flood in 188 Villages in Bengal: ভারী বৃষ্টিতে জলমগ্ন ১৮৮'টি গ্রাম, ক্ষতি ফসলের!

Last Updated:

Flood in 188 Villages in Bengal: ১৮৮টি গ্রাম জলমগ্ন, ২ লক্ষ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত হয়েছে। ২০০০-এর বেশি মানুষকে উদ্ধার করে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। কমিউনিটি কিচেনের মাধ্যমে এই ২০০০ মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘাটাল: ঘাটাল মহকুমা জুড়ে ২০২৫ সালের ভয়াবহ বন্যার মত অবস্থার ক্ষয়ক্ষতির বিবরণ ঘাটালের ১০টি, চন্দ্রকোণা ১ এর ৬টি এবং চন্দ্রকোণা ২ ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত বন্যা কবলিত হয়েছে। ঘাটাল এবং খড়ার মিউনিসিপ্যালিটির বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন। ১৮৮টি গ্রাম জলমগ্ন, ২ লক্ষ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত হয়েছে। ২০০০-এর বেশি মানুষকে উদ্ধার করে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। কমিউনিটি কিচেনের মাধ্যমে এই ২০০০ মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। ত্রাণ শিবির খোলা হয়েছিল চন্দ্রকোণা ১ এ ১৫টি, চন্দ্রকোণা ২ এ ৮ টি এবং ঘাটালে ১০ টি, যার অনেকগুলি এখনও চলছে। ব্লক এলাকায় ৩৩টি শিবির খোলা হয়েছে।  ঘাটাল ও খড়ার পৌরসভাতেও কমিউনিটি কিচেন খোলা হয়েছে।
* জলমগ্ন ১৮৮'টি গ্রাম, ক্ষতি ফসলের
* জলমগ্ন ১৮৮'টি গ্রাম, ক্ষতি ফসলের
advertisement

আরও পড়ুনঃ NEET-এ কম নম্বরেও করতে পারবেন MBBS! খরচা ভীষণ কম, গুণমানে সেরা দেশের এই ২০ বেসরকারি মেডিক‍্যাল কলেজ

চন্দ্রকোণা ১ এর আজাবুল আলি এবং চন্দ্রকোণা ২ ব্লকের তুলসী রুইদাস এই দুজন জলে ডুবে মারা গিয়েছেন। গর্ভবতী মহিলা ও সাপে কাটা রোগীদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ এই কারণে মারা যায়নি। রাজ্যের এস ডি আর এফ, সিভিল ডিফেন্স, এবং এন ডি আর এফ এর ১০টি স্পিড বোট কাজ করছে প্রত্যন্ত এলাকায়। অনেক মানুষের কাছে জল ও ওষুধ পৌঁছে দেওয়া এবং মানুষজনকে উদ্ধার করার জন্য এই বোটগুলি কাজ করছে। প্রতিটি বন্যা প্লাবিত এলাকায় মেডিক্যাল ক্যাম্প এবং দুয়ারে ডাক্তার পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আশাকর্মীরা বন্যার জলে নেমে, নৌকা চালিয়ে পরিষেবা দিচ্ছেন। পশু চিকিৎসার ক্যাম্প সমস্ত প্লাবিত এলাকায় করা হচ্ছে। ১৫ মেট্রিক টন পশুখাদ্য বিতরণ করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পানীয় জলের দুটি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট কাজ করে চলেছে চন্দ্রকোণা ও ঘাটালে। এছাড়া পানীয় জলের ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে বিভিন্ন বন্যা প্লাবিত এলাকায়। ২০০০০ ত্রিপল, ৫৫ মেট্রিক টন চাল, ২০০০০ জামা কাপড় বিলি করা হয়েছে প্লাবিত এলাকায়। কৃষি দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তিল, বাদাম, পাট ও সবজী মিলিয়ে ২২০৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood in 188 Villages in Bengal: ভারী বৃষ্টিতে জলমগ্ন ১৮৮'টি গ্রাম, ক্ষতি ফসলের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল