আরও পড়ুনঃ NEET-এ কম নম্বরেও করতে পারবেন MBBS! খরচা ভীষণ কম, গুণমানে সেরা দেশের এই ২০ বেসরকারি মেডিক্যাল কলেজ
চন্দ্রকোণা ১ এর আজাবুল আলি এবং চন্দ্রকোণা ২ ব্লকের তুলসী রুইদাস এই দুজন জলে ডুবে মারা গিয়েছেন। গর্ভবতী মহিলা ও সাপে কাটা রোগীদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ এই কারণে মারা যায়নি। রাজ্যের এস ডি আর এফ, সিভিল ডিফেন্স, এবং এন ডি আর এফ এর ১০টি স্পিড বোট কাজ করছে প্রত্যন্ত এলাকায়। অনেক মানুষের কাছে জল ও ওষুধ পৌঁছে দেওয়া এবং মানুষজনকে উদ্ধার করার জন্য এই বোটগুলি কাজ করছে। প্রতিটি বন্যা প্লাবিত এলাকায় মেডিক্যাল ক্যাম্প এবং দুয়ারে ডাক্তার পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আশাকর্মীরা বন্যার জলে নেমে, নৌকা চালিয়ে পরিষেবা দিচ্ছেন। পশু চিকিৎসার ক্যাম্প সমস্ত প্লাবিত এলাকায় করা হচ্ছে। ১৫ মেট্রিক টন পশুখাদ্য বিতরণ করা হয়েছে।
advertisement
পানীয় জলের দুটি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট কাজ করে চলেছে চন্দ্রকোণা ও ঘাটালে। এছাড়া পানীয় জলের ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে বিভিন্ন বন্যা প্লাবিত এলাকায়। ২০০০০ ত্রিপল, ৫৫ মেট্রিক টন চাল, ২০০০০ জামা কাপড় বিলি করা হয়েছে প্লাবিত এলাকায়। কৃষি দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তিল, বাদাম, পাট ও সবজী মিলিয়ে ২২০৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।