TRENDING:

ডিভিসির ছাড়া জলে বিপর্যস্ত উদয়নারায়ণপুর, প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

Last Updated:

বন্যায় প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল নষ্ট। ভেঙে বেশ কয়েকটি রাস্তা, কাঠের ব্রিজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: বন্যার জল নেমেছে। তারপরই বেরিয়ে এসেছে উদয়নারায়ণপুরের ধ্বংসের চেহারা। বন্যায় প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল নষ্ট। ভেঙে বেশ কয়েকটি রাস্তা, কাঠের ব্রিজ। প্রশাসন পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেও মাথায় হাত সাধারণ মানুষের।
advertisement

পুজোর মুখে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। দুর্গা বিসর্জনের পর সেই জল নেমেছে। তারপরই বেরিয়ে পড়েছে উদয়নারায়ণপুরের ভয়াবহ চেহারাটা। কার্যত লন্ডভন্ড হরালি, প্রতাপচক, সুলতানপুর, হরিশপুর, ঘোলার মতো বিভিন্ন এলাকা। প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকদের।

- ২২৫৮ হেক্টর জমির আমন ধান নষ্ট

advertisement

- ৪১৩ হেক্টর জমির আউশ ধান নষ্ট

- ১৩১ হেক্টর জমির সবজির ব্যাপক ক্ষতি

বন্যার জলে ভেঙেছে বেশ কয়েকটি কাঠের ব্রিজ। আংশিক ক্ষতিগ্রস্ত কয়েকটি রাস্তাও। এই পরিস্থিতিতে উদয়নারায়ণপুরের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।

পুজোর মুখে সর্বস্ব কেড়ে নিয়েছিল ডিভিসির জল। এখন ধ্বংসস্তূপ হাতড়ে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে উদয়নারায়ণপুর।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডিভিসির ছাড়া জলে বিপর্যস্ত উদয়নারায়ণপুর, প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট