TRENDING:

Accident: গুজরাতে বেড়াতে গিয়ে সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত রাজ্যের ৫ বাসিন্দা! দুঃসংবাদ এল বর্ধমানে

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাতের সুরেন্দ্রনগর জেলার ছুদা পুলিশ স্টেশনের অন্তর্গত নভী মোরওয়াড গ্রামের কাছে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: গুজরাতে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের পাঁচ বাসিন্দার৷ গুজরাতের সোমনাথ মন্দির দর্শনে গিয়েই ওই পর্যটকরা দুর্ঘটনার কবলে পড়েন বলে খবর৷ দুর্ঘটনায় আহত আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ওই পাঁচ জন ছাড়াও মৃত্যু হয়েছে গাড়ির চালকের৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাতের সুরেন্দ্রনগর জেলার ছুদা পুলিশ স্টেশনের অন্তর্গত নভী মোরওয়াড গ্রামের কাছে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। একটি ডাম্পার তাদের গাড়িটিকে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দুই মহিলা সহ ৫ জন,পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে খবর৷

advertisement

আরও পড়ুন: জাতীয় সড়কের উপরে গাড়ি নিয়ে মদ্যপ যুবকদের ধাওয়া, কটূক্তি! পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,বর্ধমানের শ্যামলাল ও বাদশাহি রোড এলাকা থেকে ৯ জন গত ১০ ই ফেব্রুয়ারি গুজরাতে যান। মৃতদের মধ্যে চারজনের বাড়ির বর্ধমান শহরে৷ একজনের বাড়ি আসানসোলে৷ দুর্ঘটনায় মৃত গাড়ির চালক গুজরাতেরই বাসিন্দা বলে জানা গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মৃত দেবব্রত মুখোপাধ্যায়, রীতা মুখোপাধ্যায় ও ঋতব্রত মুখোপাধ্যায় একই পরিবারের। তাঁদের বাড়ি বর্ধমানের বাদশাহি রোডের রবীন্দ্র কানন এলাকায়। অন্য আর একজন মৃত অনিকেত তা-এর বাড়ি বর্ধমানের শ্যামলাল এলাকায় এবং শুক্লা চট্টোপাধ্যায়ের বাড়ি আসানসোলের কোর্ট মোড় এলাকায়। দুর্ঘটনায় আহত বাকিদের চিকিৎসা চলছে সুরেন্দ্রনগর শিবসাগর হাসপাতালে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: গুজরাতে বেড়াতে গিয়ে সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত রাজ্যের ৫ বাসিন্দা! দুঃসংবাদ এল বর্ধমানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল