পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাতের সুরেন্দ্রনগর জেলার ছুদা পুলিশ স্টেশনের অন্তর্গত নভী মোরওয়াড গ্রামের কাছে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। একটি ডাম্পার তাদের গাড়িটিকে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দুই মহিলা সহ ৫ জন,পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে খবর৷
advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,বর্ধমানের শ্যামলাল ও বাদশাহি রোড এলাকা থেকে ৯ জন গত ১০ ই ফেব্রুয়ারি গুজরাতে যান। মৃতদের মধ্যে চারজনের বাড়ির বর্ধমান শহরে৷ একজনের বাড়ি আসানসোলে৷ দুর্ঘটনায় মৃত গাড়ির চালক গুজরাতেরই বাসিন্দা বলে জানা গিয়েছে৷
মৃত দেবব্রত মুখোপাধ্যায়, রীতা মুখোপাধ্যায় ও ঋতব্রত মুখোপাধ্যায় একই পরিবারের। তাঁদের বাড়ি বর্ধমানের বাদশাহি রোডের রবীন্দ্র কানন এলাকায়। অন্য আর একজন মৃত অনিকেত তা-এর বাড়ি বর্ধমানের শ্যামলাল এলাকায় এবং শুক্লা চট্টোপাধ্যায়ের বাড়ি আসানসোলের কোর্ট মোড় এলাকায়। দুর্ঘটনায় আহত বাকিদের চিকিৎসা চলছে সুরেন্দ্রনগর শিবসাগর হাসপাতালে।