দেহরাদুন (Dehradun) থেকে পাওয়া খবর অনুযায়ী, পর্যটকদের দু'টি দল দু'টি বড় গাড়িতে ভাগ হয়ে মুন্সিয়ারি থেকে কৌশানির দিকে ফিরছিল৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়৷ পিছনে থাকা দ্বিতীয় গাড়িটিও প্রথম গাড়িটিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে পড়ে যায়৷
আরও পড়ুন: নিমতৌড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত কলকাতা পুরসভার কো অর্ডিনেটর তিস্তা বিশ্বাস
advertisement
এই দুর্ঘটনার জেরেই পাঁচ পর্যটকের মৃত্যু হয়৷ মৃতরা হলেন কিশোর ঘটক (৫৯), সালোনি চক্রবর্তী (৫৫), সুব্রত ভট্টাচার্য (৬১), তাঁর স্ত্রী রুনা ভট্টাচার্য (৫৬) এবং চন্দন খাঁ (৬৫)৷ নিহতরা প্রত্যেকই রানিগঞ্জ, আসানসোল এবং দুর্গাপুরের বাসিন্দা৷
জানা গিয়েছে দুর্ঘটনায় অন্তত ১৭ জন পর্যটক আহত হন৷ তাঁদের মধ্যে দু' জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানীয় জেলা হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে৷ বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়৷ আহতদের মধ্যেও অধিকাংশই আসানসোলেরই বাসিন্দা বলে খবর৷
দুর্ঘটনার খবর এসে পৌঁছনোর পর থেকেই আসানসোল, রানিগঞ্জ এবং দুর্গাপুরে মৃত ও আহতদের পরিবারের বাকি সদস্য ও প্রতিবেশীরা উদ্বেগের মধ্যে রয়েছেন৷ আহতদের দ্রুত ফিরিয়ে আনা এবং নিহতদের দেহ ফেরাতে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা৷
Deepak Sharma
