TRENDING:

শালবনিতে আইসি ও কনস্টেবলকে মারধরে ধৃত আরও ৫

Last Updated:

ভাদুতলা পুলিশকর্মীদের মারধরের ঘটনায় গ্রেফতার আরও পাঁচ। তাদের চার জনকে ছ’দিনের পুলিশ হেফাজত ও আরেক জনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শালবনি: ভাদুতলা পুলিশকর্মীদের মারধরের ঘটনায় গ্রেফতার আরও পাঁচ। তাদের চার জনকে ছ’দিনের পুলিশ হেফাজত ও আরেক জনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে ওই ঘটনায় গ্রেফতার মোট আট।
advertisement

বৃহস্পতিবার, ভাদুতলায় লরি ও অটোর দুর্ঘটনায় মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়ার। তার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। হামলা হয় পুলিশের ওপরেও। রাস্তায় ফেলে মারধর কার হয়  শালবনির আইসি বিশ্বজিৎ সাহা-কে।

পুলিশের ওপর কারা হামলা চালিয়েছিল সেদিন? ইটিভি নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ে হামলাকারীদের ছবি। দেখা যায় গোদা পিয়াশালের বাসিন্দা বাপি লাহাকে। চণ্ডী রায় নামে এক স্থানীয় বাসিন্দার ছবিও ধরা পড়ে ক্যামেরায়।

advertisement

স্বর্ণেন্দু রায়, লালুপ্রসাদ মাহাতো ও জয়ন্ত দাস নামে আরও তিন জনকে গ্রেফতার করা হয়।

মেদিনীপুর আদালত জয়ন্ত দাসকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

বাকি ৪ জনকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

পুলিশের সন্দেহের তালিকায় আরও কয়েকজন। তাদের চিহ্নিতকরণের কাজ চলছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শালবনিতে আইসি ও কনস্টেবলকে মারধরে ধৃত আরও ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল