- গভীর সমুদ্রে ইলিশ অভিযান
- সুরক্ষাবিধি মেনে ট্রলারে পাড়ি
জলের ফসল। এবার জালে বন্দি করার ফন্দি। তৈরি সুন্দরবনের মৎস্যজীবীরা। গভীর সমুদ্রে ইলিশ অভিযান। কাকদ্বীপ থেকে মাছের রাজার খোঁজে পাঁচ হাজারের কাছাকাছি ট্রলার।
- ইলিশের খোঁজে ৫ হাজারের কাছাকাছি ট্রলার
- জলের ফসলের খোঁজে জলে পাড়ি
করোনা তো ছিলই। আমফানের দাপটে বিধ্বস্ত সুন্দরবন। রায়দিঘি, পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগর, ডায়মন্ড হারবার, ফলতা-সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় কয়েকলক্ষ মৎস্যজীবী থাকেন। লকডাউনে দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরতে যাওয়া বন্ধ।
advertisement
- গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল ১৪ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত
- মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় জলের রুপোলি শস্যের খোঁজ
সুরক্ষাবিধি মেনেই ট্রলারে পাড়ি মৎস্যজীবীদের। মাছের বাজারগুলিতেও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে সেদিকেও কড়া নজরদারি থাকবে।
- মৎস্যজীবীদের স্বাস্থ্যপরীক্ষা হয়েছে
- প্রতি মৎস্যবন্দর ও ট্রলার ঘাটে অস্থায়ী স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে
- সমুদ্র থেকে ফেরার পরও মৎস্যজীবীদের স্বাস্থ্য পরীক্ষা হবে
- প্রত্যেক মৎস্যজীবীকে মাস্ক ও গ্লাভস পরার নির্দেশ দেওয়া হয়েছে
এখন বাজারে হিমঘরের ইলিশ। সমুদ্রের তাজা ইলিশ পাতে পড়তে আর কয়েকটা দিন বাকি। চকচকে আভায় ভরবে বাজায়। লাভের আলোয় ভাসবেন মৎস্যজীবীরাও।