শনিবার ভোর থেকে তাঁরা দুজন মিলে জঙ্গলে কাঁকড়া ধরছিলেন। রবিবার ভোরে ঘুম থেকে উঠে আবারও দুজনে কাঁকড়া ধরতে যান। এদিন জঙ্গলের উত্তর দিকে হরিপদ কাঁকড়া ধরতে গিয়েছিলেন। দক্ষিণ দিকে গিয়েছিলেন কাজল। দুপুরের দিকে নদীতে ভাটা পড়তে কাজল নৌকাতে ফিরে আসেন। কিন্তু হরিপদ আর ফিরে আসেননি। দীর্ঘ সময় কেটে গেলেও এদিন তিনি আর নৌকাতে ফেরেননি।
advertisement
শেষ পর্যন্ত কাজল জঙ্গলের ভিতরে স্বামীকে খুঁজতে বের হন। এদিন সন্ধ্যা পর্যন্ত তিনি স্বামীকে খুঁজে পাননি। শেষে নৌকাতেই ফিরে আসেন। এদিন তিনি একাই নদীর পাড়ে থাকা নৌকাতে সারারাত কাটিয়েছেন। পরের দিন সকালে আবারও তিনি স্বামীর খোঁজে জঙ্গলে যান। তখনই তিনি একটি ফাঁকা জায়গায় মৃত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখেন। পরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
advertisement
Biswajit Halder
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 4:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Couple Fishermen In Sundarban: ডিঙি নৌকা রেখে স্বামী-স্ত্রী দুজনে দুদিকে গিয়েছিলেন, কাঁকড়া ধরে ফিরলেন স্ত্রী, বসে রইলেন স্বামীর অপেক্ষায় সারা রাত, কিন্তু তিনি ততক্ষণে...