বাংলার সঙ্গে জাপানের সম্পর্ক বহু প্রাচীন। একটা সময়ে স্বামী বিবেকানন্দ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ বহু বাঙালি মনীষী জাপানে যান। ভারতের স্বাধীনতা আন্দোলনেও একটা বড় ভূমিকা নিয়েছিল জাপান। এই সংক্রান্ত বিষয়ে নিয়ে দীর্ঘদিন গবেষণা করছিলেন বিশ্বভারতীর জাপানি বিভাগের অধ্যাপক সুদীপ্ত দাস। ১৮৬৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বাংলা-জাপান সম্পর্কের রসায়ন নিয়েই তাঁর গবেষণা।
advertisement
জাপানি হরফে লেখা এই গবেষণাপত্র সাতটি অধ্যায় বিভক্ত। সুদীপ্তর গবেষণায় দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে নামীদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন অনামীরাও। বহু অজানা তথ্যের হদিশ মিলবে তাঁর গবেষণায়। বলছেন অধ্যাপক।
বিশ্বভারতীর ইতিহাসে জাপানি ভাষায় লেখা গবেষণাপত্র এই প্রথম। এমনকী, ভারতেও এটি সম্ভাব্য প্রথম জাপানি ভাষায় করা পিএইচডি।
ভবিষ্যতে এই গবেষণাপত্র ইংরেজি ও বাংলায় অনুবাদের ইচ্ছে রয়েছে সুদীপ্ত দাসের।