এলাকার স্থানীয় বাসিন্দারা মেহরাজ মোল্লার সঙ্গে কথা বলতে গেলে সে এলাকাবাসীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপরই মেহেরাজ মোল্লার পরিবারের লোকজন তাদের বাড়ির ছাদের উপর থেকে এলাকাবাসীদের কাচের বোতল, ইট ছুড়ে মারতে থাকে। এরপরই মেহেরাজ মোল্লা আগ্নেঅস্ত্র নিয়ে শূন্যে গুলি চালায়। ও এলাকাবাসীদের গুলি করে মেরে দেওয়ার হুমকি দেয়।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে প্রার্থী! পঞ্চায়েত ভোটে বিজেপির চমকপ্রদ কৌশল ঘিরে শোরগোল
advertisement
কাচের বোতল ও ইট ছুড়ে মারার ফলে বেশ কয়েকজন এলাকাবাসী আহত হয়। এদের মধ্যে তিনজন রক্তাক্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী ও RAF। উত্তেজিত এলাকাবাসী মেহরাজ মোল্লার বাইকে ভাঙচুর চালায়।
আরও পড়ুন: ছাত্রপিছু থাকত মোটা টাকার টার্গেট, জ্যাম করা হত সার্ভার! মনে করছে ইডি
পাশাপাশি ঘটনাস্থল থেকে মহেশতলা থানার পুলিশ একটি গুলি উদ্ধার করে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ইতিমধ্যেই পুলিশ তিন অভিযুক্তকে আটক করে নিয়ে আসে মহেশতলা থানায়। মূল অভিযুক্ত মেহরাজ মোল্লা পলাতক।