হাওড়ার জঞ্জাল সাফাইয়ের জন্য কলকাতার ধাপার মতোই বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করার প্লান্ট তৈরি করা হবে। ম্যাজিক নয়; আগামী তিন চার বছরের মধ্যে এই জঞ্জাল পুনর্নবীকরণের কাজ শেষ হবে বলে আশ্বস্ত করলেন পুরমন্ত্রী।
advertisement
গত সপ্তাহে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ বেলগাছিয়া ভাগাড় ধারে হঠাৎ ধস নামার কারণেই পানীয় জলের সমস্যা পরে হাওড়াবাসী। মানুষের ঘরবাড়িতে সৃষ্টি ফাটল, একাধিক বাড়ি ভেঙে পড়ার সঙ্গে পুরসভার পানীয় জলের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। খবর পৌঁছতে পানীয় জলের পাইপলাইন মেরামতির দ্রুত কাজ শুরু করে হাওড়া পুরসভা।
আরও পড়ুনঃ মার্চের শেষে ছুটি-ই-ছুটি! পরপর ৪দিন বন্ধ স্কুল কলেজ অফিস? কবে কবে ছুটি? দেখুন তালিকা
প্রথম পর্যায়ে ২৪ ঘন্টায় সমস্যা সমাধান হবে আশঙ্কায় করা হলেও এলাকায় ধসের মাত্রা বেড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এর ফলে হাওড়ার বিভিন্ন ওয়ার্ড জল পরিষেবা ব্যাহত হয়। জরুরি অবস্থায় মানুষকে ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ করা হয়। কলকাতা উত্তরপাড়া এবং কোন্নগর পুরসভা থেকে জলের ট্যাঙ্ক আনিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে হাওড়া পৌরসভার পক্ষ থেকে। তাতেও জলের চাহিদা মিটছে না। বিভিন্ন এলাকায় তীব্র জল সংকট।