গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকে বাড়িতে মজুত বাজিতে আগুন লেগে যায়। তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। রায়পুর তৃতীয়ঘেরিতে চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসন্তী পুজোর জন্য বাড়িতে প্রচুর পরিমাণ বাজি মজুত করা ছিল। তা থেকেই এই মর্মান্তিক ঘটনা। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদ-দেওয়ালও। বেঁকে গিয়েছে টিন। তুবড়ে গিয়েছে সিলিং ফ্যান।
advertisement
আরও পড়ুন– সাহিলের ছিল শেয়ার বাজারে কানেকশন, এখন জেলেই করবে চাষাবাদের কাজ
বাজি তৈরির সময়ে বিস্ফোরণের কারণে দুই ভাই তুষার ও চন্দ্রকান্ত বণিকের বাবা অরবিন্দ বণিক (৬৫), ঠাকুমা প্রভাবতী বণিক (৮০), চন্দ্রকান্তের দুই সন্তান অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (আট মাস), তুষারের দুই সন্তান অনুষ্কা বণিক (৬), অঙ্কিত বণিক (৬ মাস), চন্দ্রকান্তের স্ত্রী সান্ত্বনা বণিকের (২৮) মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই দুই ভাই তুষার ও চন্দ্রকান্তের কোনও খোঁজ মেলেনি। তুষারের স্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তাঁরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণের সময়ে পরিবারের তিনজন বাইরে ছিলেন। ওই বাড়িতে প্রচুর পরিমাণে বাজি মজুত ছিল। বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটেও বিস্ফোরণ হয়। বাড়িটিতে আগুন লাগতে দেখে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরেই বাজি বানাচ্ছিল এই পরিবার বলে জানা গিয়েছে।
তবে বাজি তৈরির বৈধ লাইসেন্স ছিল কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। বদ্ধ ঘরে জনবহুল জায়গায় এ ভাবে বাজি তৈরি করা হচ্ছিল কী ভাবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।