সপ্তাহের প্রথম দিন। সকাল তখন সাড়ে দশটা। ক্লাস চলছিল হাওড়ার টিকিয়াপাড়ার বেসরকারি ইংরেজিমাধ্য়ম এই স্কুলে। হঠাতই আগুন লেগে যায় সাততলার চিলেকোঠার ঘরে। শুকনো কাঠ, আবর্জনা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্কুলে বিদ্য়ুত বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেয় পড়ুয়ারা। যদিও কেউ আহত হয়নি। স্কুল থেকে পড়ুয়াদের নিরাপদে বের করে আনা হয়।
advertisement
দমকলের দুটি ইঞ্জিন প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্কুলে আগুন নেভানোর যথাযথ ব্য়বস্থা ছিল না বলেও অভিযোগ ওঠে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্য়ে আগুন নেভানোর সরঞ্জামও অব্য়বহৃত অবস্খায় দেখা যায়।
যদিও কর্তৃপক্ষের দাবি, স্কুলের অগ্নি নির্বাপন ব্য়বস্থা কাজে লাগিয়েই আগুন নিয়ন্ত্রণে আসে।
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দমকল। স্কুলের আগুন নেভানোর ব্য়বস্থা খতিয়ে দেখে অনুমোদন দেওয়া হলে তারপরই ফের স্কুল চালু হবে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।