উমার বিদেশযাত্রা আজ আর নতুন কিছু নয়। যেখানেই বাঙালী, সেখানেই অবধারিত উমা। কৃষ্ণনগরের মৃৎশিল্পী পল্লব ভৌমিকের তৈরি ফাইবার গ্লাসের দুর্গা এবারই প্রথম পাড়ি দিল লন্ডন শহরের মিডল্যান্ডে।
কৃষ্ণনগরের ঘুর্ণির পাশের পাড়া রাধানগরে বাড়ি পল্লবের। ঘুর্ণিতেই হাতেখড়ি। মৃৎশিল্পীদের কাজ দেখতে গিয়ে মাটির সঙ্গে পরিচয়। খেলাচ্ছলেই তৈরি করতেন মাটির মূর্তি। সেই শখ একটা সময়ে পেশা হয়ে উঠল। চাহিদা বাড়ল তাঁর তৈরি দুর্গা, কালী মূর্তির। বাড়ল পরিচিতিও। এবার পল্লবের তৈরি দুর্গার বিলেত-যাত্রা।
advertisement
এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ। পল্লবের তৈরি দুর্গার আদল মনে ধরে মিডল্যান্ডের বেঙ্গলি অ্যসোসিয়েশনের। বছরের শুরুতেই আসে বরাত। প্রস্তুতি শুরু তখন থেকেই। বাঁশ-খড়ের কাঠামোয় মাটির প্রলেপ। তার উপর ফাইবার গ্লাসের বর্ম। পল্লবের তৈরি সাত ফুট লম্বা, ১২ ফুট চওড়া অ্যাসেম্বলড উমা ইতিমধ্যেই জাহাজে চেপে পাড়ি দিয়েছে
স্বপ্ন ছিল পল্লবের, তাঁর মাটির কাজ চিনুক দেশ, বিদেশ। মনের মধ্যে সযত্নে লালন করা স্বপ্ন আজ সফল।