সবুজ-লাল-গেরুয়া-তেরঙা নানা রঙের পতাকায় সেজে উঠেছে বর্ধমান-দুর্গাপুর ৷ তার মাঝেই চড়াম চড়াম বাদ্যি ৷ এ যেন অসময়ের দুগ্গাপুজো, ভোট যত এগোচ্ছে বাড়ছে প্রচারের উত্তাপ...৷
প্রতিপক্ষকে হারানোর লড়াই মাঠে ময়দানে দেওয়ালে।বর্ধমান দুর্গাপুরের বেশিরভাগ দেওয়ালেই ঘাসফুলের ছাপ..
সঙ্গে মিলছে মজাদার ছড়া-কার্টুন, ছন্দে ছন্দেই ভোটারদের মন কাড়ছে তৃণমূল। উন্নয়নের কাঁধে ভর করেই ৪২-এ ৪২-এর স্বপ্ন দেখছেন তৃণমূল প্রার্থী মুমতাজ সংঘমিতা।
advertisement
বামেদের দেওয়ালে আবার বেকারত্ব, শিল্প, কৃষক আত্মহত্যার মত জ্বলন্ত সমস্যা। এসব ইস্যুকে হাতিয়ার করেই ভোট বৈতরণী পেরোতে চাইছেন সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরি।
ভোটপ্রচার শুরু করেছেন দেরিতে। স্টেজ মেকাপ দিতে তাই নিজের ভূমিপুত্র ইমেজকেই তুলে ধরতে চাইছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী এস.এস আলুওয়ালিয়া।
২৯ এপ্রিল চতুর্থ দফায় ভোট বর্ধমান-দুর্গাপুরে। বছরের বাকি দিন যেমন-তেমন, ভোটারদের মন পেতে এ'কটা দিন অন্তত মাঠে ঘাটে হাটে ছুটে বেড়াতে হচ্ছে প্রার্থীদের।