পাশাপাশি নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের নতুন টিকিটও ছাপানো হয়েছে। ফলে নৈহাটি গঙ্গার ঘাট থেকে যাঁরা চুঁচুড়া পারাপার করবেন, তাঁদের নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের নামে নতুন টিকিট দেওয়া হবে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি বড়মা মন্দিরে পুজো দেওয়ার পর বড়মার নামে পুলিশ ফাঁড়ি ও ফেরি সার্ভিস করার কথা ঘোষণা করেছিলেন। এরপরেই বড়মার মন্দিরে চালু হয় পুলিশ ফাঁড়ি। নতুন এই নামকরণে খুশি নৈহাটিবাসী।
advertisement
নাম বদলে গেল নৈহাটি ফেরি সার্ভিসের এখন থেকে নাম নৈহাটি বড় মা ফেরি সার্ভিস, ছাপা হচ্ছে নতুন টিকিটও
প্রশাসন সূত্রে জানা গিয়েছে নৈহাটি গঙ্গার ঘাট সংস্কার করার জন্য ইতিমধ্যেই ১০ লক্ষ টাকা রাজ্যসভার সাংসদ তহবিল থেকে ব্যয় করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সংস্কারের কাজও শীঘ্রই শুরু হবে। প্রসঙ্গত, নৈহাটির এই ফেরিঘাট ব্যবহার করে প্রতিদিনই কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।
নৈহাটির বিধায়ক সনৎ দে জানান, ‘‘নৈহাটির মানুষের মনের ইচ্ছে পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। নৈহাটির বড়মা পুলিশফাঁড়ির ও নৈহাটির বড়মা ফেরি সার্ভিস পেয়ে নৈহাটিবাসী এখন খুবই খুশি।’’
Rudra Narayan Roy