TRENDING:

Ferry Service Naihati Boro Maa: নৈহাটি ফেরিঘাটে যাবেন বড়মা-র দর্শনে, কী নামে টিকিট বুক করবেন, ফেরিঘাটের তো নাম বদলে গেছে

Last Updated:

Joy Boro Maa: জয় বড়মা, ভক্তরা খুশি হয়ে যান, এবার নৈহাটির ফেরি সার্ভিসেও মায়ের আশীর্বাদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: নাম বদলে গেল নৈহাটি ফেরি সার্ভিসের নাম, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বড়মার নামেই হবে ফেরি পরিষেবার নামকরণ। এবার নৈহাটি ফেরি সার্ভিস বদলে তাই নামকরণ করা হল বড়মা ফেরি সার্ভিস। রাজ্য সরকারের পরিবহণ দফতরের পক্ষ থেকে এই নতুন বোর্ড লাগানো হয়েছে।
নৈহাটি বড় মায়ের নামে হল ফেরিঘাটের নাম
নৈহাটি বড় মায়ের নামে হল ফেরিঘাটের নাম
advertisement

পাশাপাশি নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের নতুন টিকিটও ছাপানো হয়েছে। ফলে নৈহাটি গঙ্গার ঘাট থেকে যাঁরা চুঁচুড়া পারাপার করবেন, তাঁদের নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের নামে নতুন টিকিট দেওয়া হবে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি বড়মা মন্দিরে পুজো দেওয়ার পর বড়মার নামে পুলিশ ফাঁড়ি ও ফেরি সার্ভিস করার কথা ঘোষণা করেছিলেন। এরপরেই বড়মার মন্দিরে চালু হয় পুলিশ ফাঁড়ি। নতুন এই নামকরণে খুশি নৈহাটিবাসী।

advertisement

নাম বদলে গেল নৈহাটি ফেরি সার্ভিসের এখন থেকে নাম নৈহাটি বড় মা ফেরি সার্ভিস, ছাপা হচ্ছে নতুন টিকিটও

advertisement

আরও পড়ুন – Bayraktar TB2 Drone: যুদ্ধে বিপক্ষকে মুছে সাফ করার ক্ষমতা রাখে Bayraktar TB2, ভারতের সীমান্তে এই ড্রোন উড়িয়ে কী বার্তা দিচ্ছে বাংলাদেশ, ভারত কী ভাবছে

প্রশাসন সূত্রে জানা গিয়েছে নৈহাটি গঙ্গার ঘাট সংস্কার করার জন্য ইতিমধ্যেই ১০ লক্ষ টাকা রাজ্যসভার সাংসদ তহবিল থেকে ব্যয় করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সংস্কারের কাজও শীঘ্রই শুরু হবে। প্রসঙ্গত, নৈহাটির এই ফেরিঘাট ব্যবহার করে প্রতিদিনই কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

advertisement

নৈহাটির বিধায়ক সনৎ দে জানান, ‘‘নৈহাটির মানুষের মনের ইচ্ছে পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। নৈহাটির বড়মা পুলিশফাঁড়ির ও নৈহাটির বড়মা ফেরি সার্ভিস পেয়ে নৈহাটিবাসী এখন খুবই খুশি।’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ferry Service Naihati Boro Maa: নৈহাটি ফেরিঘাটে যাবেন বড়মা-র দর্শনে, কী নামে টিকিট বুক করবেন, ফেরিঘাটের তো নাম বদলে গেছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল