সূত্রের খবর অনুযায়ী, তীর্থযাত্রীরা মকর সংক্রান্তিতে পবিত্র ডুব দিয়ে গঙ্গা সাগর থেকে ফিরছিলেন। কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সমুদ্রে তলিয়ে যায় ফেরিটি।
আরও পড়ুন: শীতকে বুড়ো আঙুল দেখিয়ে চলল ছাদে ছাদে পিকনিক! পৌষ সংক্রান্তিতে ঘুড়ির মেলায় মাতলো শহর
তবে, যাত্রীদের সুরক্ষায় সঙ্গে সঙ্গে তত্পর হয় উপকূল রক্ষী বাহিনী। সময়মত উদ্ধারকাজ শুরু হওয়ায় রক্ষা পেল ১৮২ জন যাত্রীর জীবন। হলদিয়া থেকে হোভারক্রাফ্ট মোতায়েন করা হয়।
advertisement
তীর্থযাত্রীরা কিছু সময় পর উপলব্ধি করেন যে তাঁরা ফেরিতেতে আটকে পড়েছেন। ফেরিটি সেই সময়ে অত্যন্ত দুর্বল দৃশ্যমানতার কারণে ভেসে যায়। এমত পরিস্থিতিতে যাত্রীরা চরম দুর্দশার মধ্যে পড়েন। সকলে আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায়।
তবে সমস্ত বিপদকে তুচ্ছ করে যাত্রীদের সফল ভাবে রক্ষা করেছেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। প্রতিকুল আবহাওয়া-সহ সমস্ত বিপদকে তুচ্ছ করে সমস্ত যাত্রীকে উদ্ধার করেছেন তাঁরা। অত্যাধুনিক হোভারক্রাফ্ট-সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাহিনী।
ভারতীয় কোস্ট গার্ডের এই ধরনের চ্যালেঞ্জের মুহূর্তে দ্রুত এবং কার্যকরভাবে সাড়া দেওয়ার ক্ষমতা হল তাদের কঠোর প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং নাগরিকদের জীবন রক্ষার প্রতিশ্রুতির প্রমাণ।