জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হনুমানের দলটি আশেপাশের এলাকায় ঘুরছে। আক্রমণ করছে গ্রামবাসীদের। একদিনেই ১৫ জনকে কামড়ে, আঁচড়ে ক্ষত-বিক্ষত করেছে।
বনকর্মীরা হনুমান ধরতে ফাঁদ পেতেছেন। প্রজনন ঋতুতে হনুমানের এই আক্রমণাত্মক হওয়া অস্বাভাবিক নয় বলে বনকর্মীরা জানাচ্ছেন। দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েই হনুমান অত্যাচার করছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
হনুমানের দাপটে মহিষাদলের মধ্যহিংলি এলাকার মানুষজন তটস্থ হয়ে পড়েছেন। একের পর এক বাসিন্দাকে আক্রমণ করে শরীরের মাংস পর্যন্ত খুবলে নিয়েছে ‘খুনে’ হনুমান।
advertisement
এ পর্যন্ত হনুমানের কামড়ে জখম হয়েছেন ১৫ জন। খবর পেয়ে ‘খুনে’ হনুমান ধরতে আসেন বন দফতরের কর্মীরা। তবে তাঁরা হনুমানের নাগাল পাননি।
গত ফেব্রুয়ারি মাসে এই এলাকাতেই এ ধরনের একটি মারমুখী হনুমানকে ধরতে ট্র্যাঙ্কুলাইজার বন্দুক ব্যবহার করতে হয়েছিল। সেটি হাসপাতালে ঢুকে, বাড়িতে ঢুকে মানুষকে কামড়াচ্ছিল।
এবারও ধীরে ধীরে সেই অবস্থার দিকে যাচ্ছে বলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন।