TRENDING:

'খুনে' হনুমানের দাপটে আহত ১৫ গ্রামবাসী! ফাঁদ পেতেও কমছে না আতঙ্ক!

Last Updated:

ঘটনাটি মহিষাদলের মধ্যহিংলী গ্রামের। জানা গিয়েছে, একদল হনুমান গ্রামে ঢুকে অস্বাভাবিক আচরণ করছে। এরপরেই পথচারীদের আক্রমণ করতে থাকে। হনুমানের আক্রমণে আহতদের মহিষাদল বাসুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত একজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিষাদল: হনুমানের হামলার দাপটে গুরুতর আহত হলেন ১৫ গ্রামবাসী। হনুমান আতঙ্কে তটস্থ মহিষাদলের মধ্যহিংলীর বাসিন্দারা ঘটনাটি মহিষাদলের মধ্যহিংলী গ্রামের। জানা গিয়েছে, একদল হনুমান গ্রামে ঢুকে অস্বাভাবিক আচরণ করছে। এরপরেই পথচারীদের আক্রমণ করতে থাকে। হনুমানের আক্রমণে আহতদের মহিষাদল বাসুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত একজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আতঙ্কিত গ্রামবাসীরা
আতঙ্কিত গ্রামবাসীরা
advertisement

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হনুমানের দলটি আশেপাশের এলাকায় ঘুরছে। আক্রমণ করছে গ্রামবাসীদের। একদিনেই ১৫ জনকে কামড়ে, আঁচড়ে ক্ষত-বিক্ষত করেছে।

বনকর্মীরা হনুমান ধরতে ফাঁদ পেতেছেন। প্রজনন ঋতুতে হনুমানের এই আক্রমণাত্মক হওয়া অস্বাভাবিক নয় বলে বনকর্মীরা জানাচ্ছেন। দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েই হনুমান অত্যাচার করছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

হনুমানের দাপটে মহিষাদলের মধ্যহিংলি এলাকার মানুষজন তটস্থ হয়ে পড়েছেন। একের পর এক বাসিন্দাকে আক্রমণ করে শরীরের মাংস পর্যন্ত খুবলে নিয়েছে ‘খুনে’ হনুমান।

advertisement

এ পর্যন্ত হনুমানের কামড়ে জখম হয়েছেন ১৫ জন। খবর পেয়ে ‘খুনে’ হনুমান ধরতে আসেন বন দফতরের কর্মীরা। তবে তাঁরা হনুমানের নাগাল পাননি।

গত ফেব্রুয়ারি মাসে এই এলাকাতেই এ ধরনের একটি মারমুখী হনুমানকে ধরতে ট্র্যাঙ্কুলাইজার বন্দুক ব্যবহার করতে হয়েছিল। সেটি হাসপাতালে ঢুকে, বাড়িতে ঢুকে মানুষকে কামড়াচ্ছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
৩৫ ফুটের মা কালী, জেলার সবচেয়ে বড়! বারবিশার পুজো দেখতে ভিনরাজ্য থেকেও ছুটে আসেন মানুষ
আরও দেখুন

এবারও ধীরে ধীরে সেই অবস্থার দিকে যাচ্ছে বলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'খুনে' হনুমানের দাপটে আহত ১৫ গ্রামবাসী! ফাঁদ পেতেও কমছে না আতঙ্ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল