খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাশীপুর থানার পুলিশ অভিযুক্ত সাইফুদ্দিন মোল্লাকে অনন্তপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, নিগৃহীতার পরিবারের তরফে অভিযোগ, ধৃত সাইফুদ্দিন মোল্লা গত পাঁচ বছর ধরে তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করছে। পুলিশ বা পরিবারের অন্য সদস্যদেরকে জানালে মা সহ মেয়েকে প্রাণে মেরে দেওয়ারও একাধিকবার হুমকি দিয়েছে। সেই আতঙ্কে বাইরের কাউকেই এই বিষয়টি বলছিল না নাবালিকা সহ তার মা।
advertisement
আরও পড়ুন: 'ওঁরাই ঠিক করুন, কী করবেন', স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের! তুমুল আলোড়ন বিজেপি-তে
কিন্তু মঙ্গলবার মেয়েটি নিজেই কাশীপুর থানায় চলে আসে। সেখানে এসে এক পুলিশকর্মীকে জানালে দ্রুততার সঙ্গে অভিযুক্ত সাইফুদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর অভিযোগের কথা স্বীকার করে নেন সাইফুদ্দিন। তারপরই তাকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ কর্মীরা। ধৃত সাইফুদ্দিন মোল্লাকে বুধবার বারুইপুর আদালতে তোলে কাশীপুর থানার পুলিশ।