Dilip Ghosh: 'ওঁরাই ঠিক করুন, কী করবেন', স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের! তুমুল আলোড়ন বিজেপি-তে

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় জয়প্রকাশ মজুমদারকে নিয়ে। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশকে নিয়ে দিলীপ ঘোষ বলেন, ''কিছু পেশাদার লোক থাকেন। তারা যখন যেমন, তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন।''

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
#কলকাতা: তিনি এখন রাজ্য সভাপতি নন, বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি। তবু দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে এখনও আলোড়িত হয় রাজ্য রাজনীতি। শরীর সচেতন দিলীপ ঘোষ প্রতিদিনই ভোরে নিউ টাউনের ইকো পার্কে আসেন। আর শরীরচর্চার পাশাপাশি সংবাদমাধ্যমেও মুখ খোলেন তিনি। বুধবার অবশ্য এয়ারপোর্টে ধরা দিলেন দিলীপ ঘোষ। আর সেখান থেকেই তিনি একাধিক বিষয়ে দিলেন তাঁর প্রতিক্রিয়া। প্রসঙ্গত, এদিনই দিল্লি উড়ে গেলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি।
এদিন শুরুতেই দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় জয়প্রকাশ মজুমদারকে নিয়ে। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশকে নিয়ে দিলীপ ঘোষ বলেন, ''কিছু পেশাদার লোক থাকেন। তারা যখন যেমন, তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন। আগে বলা হতো আয়ারাম গয়ারাম । ফুটবল ক্লাব চেঞ্জ করার মতো দল চেঞ্জ করে এঁরা। কিছু লোক আসবে যাবে। এতে কিছু যায় আসে না। দল আমরা দাঁড় করিয়েছি। পার্টি এখন গাড্ডায় পড়েছে। আমরা আবার সেটা নিয়ে বসব।''
advertisement
advertisement
তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেন, ''এক ব্যাক্তি এক পদ তৃণমূল কংগ্রেসে সম্ভব নয়। আমরা করি বলে ওঁরাও লোক দেখানো করেছিল। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) চার পাঁচ জন লোকের বেশি কাউকে বিশ্বাস করেন না। বেশী লোক কন্ট্রোল করা মুশকিল। কারণ ওই পার্টিটা হল পারিবারিক পার্টি।''
advertisement
তবে, শুধু জয়প্রকাশ নন, বিজেপি-তে এখন বিক্ষুব্ধদের ঢল। তাঁদের উদ্দেশ্যেও এদিন স্পষ্ট বার্তা দিলেন দিলীপ ঘোষ। বলেন, ''বিক্ষুব্ধরাও জয়প্রকাশ নিয়ে ফাঁপড়ে। কারণ তারাও শেষ মুহুর্তে জানতেন না উনি দল বদল করছেন। বিক্ষুব্ধরাই ঠিক করুন তারা কী করবেন। মতের অমিল থাকতেই পারে। তারা সেটা কথা বলতে পারতেন।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'ওঁরাই ঠিক করুন, কী করবেন', স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের! তুমুল আলোড়ন বিজেপি-তে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement