সবং ব্লকের ৯ নম্বর বলপাই অঞ্চলের পেরুরা এলাকার বাসিন্দা সুভাষ প্রামাণিকের সঙ্গে কয়েকদিন আগে দুই ছেলে দীপঙ্কর এবং শুভঙ্কর প্রামাণিকের বিবাদ হয়। সেই বিবাদের জেরেই দুই ছেলে সুভাষ প্রামাণিককে মারধর করে বলে অভিযোগ। আর তারপর থেকে সুভাষ প্রামাণিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আরও পড়ুন: ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুন প্রথমে গ্রেফতারি, চাঞ্চল্যকর দাবি পুলিশের
advertisement
গত কয়েকদিন ধরেই সুভাষবাবুর বাড়ির বাথরুমের চেম্বার থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। দুর্গন্ধ পেয়েই সন্দেহ হয় প্রতিবেশীদের৷ শেষ পর্যন্ত আজ এলাকার বাসিন্দারা চেম্বার খুলতেই সুভাষ প্রামাণিকের মৃতদেহ উদ্ধার হয়। আর এই মৃতদেহ উদ্ধার হওয়ার পরেই তাঁকে খুনের অভিযোগ ওঠে দুই ছেলের বিরুদ্ধে৷
খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় সবং থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তিকে আদতে খুন করা হয়েছে নাকি অন্য কোনও ভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে দেহ ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই ঘটনায় নিহত ব্যক্তির এক ছেলেকে আটক করেছে পুলিশ। অন্যজন পলাতক। তারও খোঁজ চালাচ্ছে সবং থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের অনুমান, সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকেই সুভাষবাবুকে খুন করা হয়ে থাকতে পারে৷