TRENDING:

'বাবা মায়ের হাত চেপে ধরল! আর দাদা এসে...' ছটফট করতে করতে শিশুকন্যার সামনেই শেষ হলেন মা!

Last Updated:

Mother Daughter: জগাছা থানার ইছাপুর এলাকায় সুলেখা জয়সওয়ালকে খুনের অভিযোগে স্বামী জিতেন্দ্র ও ছেলে শেখর আটক। শিশুকন্যার বয়ানে পুলিশ তদন্ত শুরু করেছে। কী জানাল সে? শিউরে উঠবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জগাছা থানার অন্তর্গত ইছাপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল এক শিশুকন্যা। অভিযোগ, নিজের চোখের সামনে মাকে খুন হতে দেখেছে সে। এই ঘটনায় সরাসরি শিশুর বাবা ও দাদার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।
ঘটনায় সরাসরি শিশুর বাবা ও দাদার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। (Representative Image: AI)
ঘটনায় সরাসরি শিশুর বাবা ও দাদার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। (Representative Image: AI)
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুলেখা জয়সওয়াল। পেশায় ব্যবসায়ী স্বামী জিতেন্দ্র জয়সওয়ালের সঙ্গে তাঁর দীর্ঘদিনের দাম্পত্য কলহ চলছিল। পরিবারের মধ্যে বারংবার অশান্তি তৈরি হচ্ছিল তাঁদের ছেলে শেখর জয়সওয়ালকে ঘিরেও।

মাটির নীচ থেকে কিসের শব্দ আসছে? খুঁড়তে খুঁড়তে বেরিয়ে পড়ল এমন এক ‘জিনিস’…যা দেখে হতবাক সবাই!

সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!

advertisement

চাঞ্চল্য ছড়িয়েছে শিশুকন্যার বয়ানে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা জানিয়েছে, “বাবা মায়ের হাত চেপে ধরেছিল। দাদা ওর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে।” রাতে শিশুর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং খবর দেন জগাছা থানায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত জিতেন্দ্র ও শেখরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শিশুকন্যাকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। মৃতা সুলেখা দেবীর বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে।

advertisement

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুর জবানবন্দি নেওয়ার প্রস্তুতি চলছে। এই নির্মম ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেবাশিস চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বাবা মায়ের হাত চেপে ধরল! আর দাদা এসে...' ছটফট করতে করতে শিশুকন্যার সামনেই শেষ হলেন মা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল