TRENDING:

Land Under Water: বৃষ্টি হলেই চাষের জমি জলের তলায়, বর্ষাকাল দরজায় কৃষকদের কথা ভেবে শুরু হল সংস্কারের কাজ

Last Updated:

Land Under Water: জয়নগর-মজিলপুর পুর এলাকায় শুরু হয়েছে নিকাশি খাল সংস্কার। খুশি চাষিরা 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর-মজিলপুর পুর এলাকায় শুরু হয়েছে নিকাশি খাল সংস্কার। পুর এলাকা জুড়ে একাধিক ছোট বড় নিকাশি নালা ও খাল রয়েছে। এলাকার জল এই সব নিকাশি খালের মাধ্যমেই বড় খালে গিয়ে মেশে। পুরসভার অধীনস্থ এই নিকাশি খালগুলি দীর্ঘদিন সংস্কার হয়নি বলে অভিযোগ। ফলে নিকাশি ব্যবস্থায় প্রভাব পড়ছিল চাষের জমিগুলিতে। প্রতি বছরই ভারি বৃষ্টিতে জল জমে যাচ্ছিল এলাকায়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই খাল সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে পুর ও নগরোন্নয়ন দফতরের এলাকায় খাল সংস্কারের কাজ শুরু হয়েছে।
advertisement

কানিয়া খাল, দমপাড়া খাল, জয়চণ্ডি খাল, দেববেড়িয়া খাল, মিত্রপাড়া খাল, মাহিষ্যপাড়া খাল, হরিদাস দত্ত খাল, বেলে খাল, চাঁপাতলা খাল, দত্তপাড়া খাল, খাঁদার বাগান খাল-সহ আরও বেশ কিছু খালের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন –Low Pressure In Bay Of Bengal: ঘনিয়েছে তুমুল দুর্যোগ, তোলপাড় হবে বঙ্গোপসাগর, জেলায় জেলায় তুমুল হাওয়া, প্রবল বৃষ্টির অ্যালার্ট

advertisement

সব মিলিয়ে প্রায় আট কিলোমিটার নিকাশি খালের সংস্কার হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। খাল সংস্কারের জন্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে প্রায় ৭৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বর্ষার আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

View More

তিনটি পর্যায়ে খাল সংস্কার করা হবে। প্রথম পর্যায়ে খালের উপর থেকে ঝোপ-ঝাড় সরিয়ে ফেলা হবে। কোথাও খালের জায়গা দখল হয়ে গেলে তা দখলমুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায়ে খালে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সরিয়ে ফেলা হবে। তৃতীয় পর্যায়ে খালে জমা পলি কাটা হবে। পুরসভার ১৪টি ওয়ার্ড জুড়ে প্রায় ১২০ কর্মী ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Suman Saha

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Land Under Water: বৃষ্টি হলেই চাষের জমি জলের তলায়, বর্ষাকাল দরজায় কৃষকদের কথা ভেবে শুরু হল সংস্কারের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল