কানিয়া খাল, দমপাড়া খাল, জয়চণ্ডি খাল, দেববেড়িয়া খাল, মিত্রপাড়া খাল, মাহিষ্যপাড়া খাল, হরিদাস দত্ত খাল, বেলে খাল, চাঁপাতলা খাল, দত্তপাড়া খাল, খাঁদার বাগান খাল-সহ আরও বেশ কিছু খালের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
সব মিলিয়ে প্রায় আট কিলোমিটার নিকাশি খালের সংস্কার হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। খাল সংস্কারের জন্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে প্রায় ৭৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বর্ষার আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
তিনটি পর্যায়ে খাল সংস্কার করা হবে। প্রথম পর্যায়ে খালের উপর থেকে ঝোপ-ঝাড় সরিয়ে ফেলা হবে। কোথাও খালের জায়গা দখল হয়ে গেলে তা দখলমুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায়ে খালে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সরিয়ে ফেলা হবে। তৃতীয় পর্যায়ে খালে জমা পলি কাটা হবে। পুরসভার ১৪টি ওয়ার্ড জুড়ে প্রায় ১২০ কর্মী ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।
Suman Saha





