TRENDING:

উদ্বোধন হয়েছে ৫ বছর আগে, তবে রাস্তা নেই তাই বাজারও খালি, হতাশ চাষিরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: রাস্তা নেই। তাই বসে না বাজার। উদ্বোধনের পর কেটে গিয়েছে ৫ বছর। কিন্তু আজও চালু করা গেল না বাগনানের ফুল বাজার। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি বাজারজুড়ে শুধুই হতাশার ছবি। যেখানে রঙের মেলা বসার কথা ছিল, সেখানে এখন আগাছার বাস। যে কোল্ড স্টোরেজ সুগন্ধে ভরে থাকার কথা ছিল, তা খারাপ হতে বসেছে। ফুল চাষিদের জন্য বাগনানের খালোড়ে তৈরি ফুল বাজার এখন শুধুই ধূসর ক্যানভাস। অথচ এই ক্যানভাসই রঙিন হওয়ার কথা ছিল।
advertisement

আরও পড়ুন জমজমাট প্রচারপর্ব, বেজায় ব্যস্ত সব দলের প্রার্থীরা, দেখুন কেমন চলছে প্রচার...

এলাকায় বাজার না থাকায় কেউ যান কোলাঘাটে, কাউকে হাওড়ার মল্লিকঘাটে ফুল বিক্রি করতে যেতে হয়। এ জন্যই ২০১১ সালে ফুল বাজার তৈরির পরিকল্পনা হয়। তিন বছরের মধ্যে ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় নতুন বাজার। ফুল মজুত করার জন্য আরও কয়েক কোটি টাকা খরচ করে তৈরি হয় কোল্ড স্টোরেজও। কিন্তু তাতে সুরাহা কিছুই হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বাজারে না বসার প্রধান কারণ রাস্তা। বাগনান স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছেই তৈরি হয়েছে এই বাজার। কিন্তু সেখানে যাওয়ার রাস্তা নেই। মূল রাস্তা ধরে বাজারে যেতে গেলে ঘুরতে হয় কয়েক কিলোমিটার। মাথায় ফুলের ঝাঁকা নিয়ে তাই বাজারমুখী হন না চাষিরা। প্রশানের দাবি, রাস্তা তৈরির জন্য বারবার রেলকে চিঠি পাঠিয়েও লাভ হয়নি। বাজার চালু হলে বাড়বে আয়। আশা নিয়ে অপেক্ষায় চাষিরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উদ্বোধন হয়েছে ৫ বছর আগে, তবে রাস্তা নেই তাই বাজারও খালি, হতাশ চাষিরা