TRENDING:

Kulekhara: কুলেখাড়া পাতার রস শরীরের জন্য দারুণ ভাল! উপকার চমকে দেবে! চাষেও বিরাট লাভ

Last Updated:

Kulekhara: কৃষকেরা ধান চাষের পরিবর্তে বিকল্প চাষ হিসাবে এই কুলেখাড়া চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। কুলেখাড়ার উপকারিতা চমকে দেবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দকুমার: গ্রাম বাংলার অতি পরিচিত একটি শাকের নাম কুলেখাড়া। গ্রাম বাংলার নিচু জলাশয়ে এই উদ্ভিদ একসময় দেখা যেত। ভেষজ গুণ সমৃদ্ধ এই উদ্ভিদটি বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। ওষুধি গুণ থাকায় সারা বছরই বাজারে চাহিদা রয়েছে। ফলে বিকল্প চাষ হিসাবে কুলেখাড়া চাষ করে অর্থনৈতিকভাবে লাভজনক। নন্দকুমার ব্লকের কামারদা গ্রামের বিভিন্ন কৃষকেরা ধান চাষের পরিবর্তে বিকল্প চাষহিসাবে এই কুলেখাড়া চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।বর্তমান সময়ে বিকল্প চাষ কৃষকদের আর্থিক নির্ভরতা দিচ্ছে সেরকম একটি বিকল্প চাষ হল কুলেখাড়া।
advertisement

কুলেখাড়া বাংলার ঘরে ঘরে অতি পরিচিত শাক। ঔষধি গুণও মারাত্মক! নানাবিধ রোগ প্রতিরোধের ক্ষমতা থাকার কারণে কুলেখাড়া বহু মানুষ তাদের খাদ্য তালিকায় রেখেছে। সারা বছর সুস্থ থাকতে কুলেখাড়া পাতা সেদ্ধ বা থেঁতো করে রস খাওয়া অত্যন্ত অপরিহার্য।কী কী গুণ রয়েছে কুলেখাড়ায়, এমোনিয়া বা রক্তাল্পতা যাদের আছে, তাদের ক্ষেত্রে কুলেখাড়ার শাকের রস অত্যন্ত উপকারী। কুলেখাড়া রস শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। কুলেখাড়া রস খেলে শরীরের দ্রুত হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। পায়ের চেটো বা শরীরের কোনও অংশ ফুলে উঠলে কুলেখাড়া পাতার রস গরম করে দিনে ২ বার মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। কোনও কারণে কেটে গেলে, রক্তপাত বন্ধ করতে কুলেখাড়া অপরিহার্য।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

কুলেখাড়া পাতা থেঁতো করে কাটা জায়গায় চেপে বেঁধে দেওয়া হলে রক্তপাত বন্ধ হয়। ছাড়াও এই শাকের শিকড়ও ভেষজ গুণসমৃদ্ধ। বিভিন্ন ধরনের ঔষধি গুণ থাকার জন্য কুলেখাড়ার চাহিদা সারা বছরই রয়েছে। বর্তমানে বিভিন্ন হাটে বাজারে কুলেখাড়া শাক বিক্রি হয়। ফলে এই শাক অত্যন্ত লাভজনক। নন্দকুমার ব্লকের কামারদা গ্রামের মনোহরী সাহু প্রায় সাত থেকে আট বছর ধান চাষের জমিতে ধানের পরিবর্তে কুলেখাড়া চাষ করছেন। তিনি জানান, ‘ দু বিঘা জমিতে সাত থেকে আট বছর কুলেখাড়া চাষ করছেন। হাটে বাজারে চাহিদা রয়েছে ভালোই। নিজেই হাটে বাজারে বসে বিক্রি করেন ও পাইকারি ভাবেও বিক্রি করেন। এই চাষের খরচ অন্যান্য চাষের তুলনায় অনেকটাই কম। বছরে এক বিঘা জমিতে কুলেখাড়া চাষ করে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার পাওয়া যায়।’

advertisement

View More

বর্তমানে নন্দকুমারের মনোহরী সাহুকে দেখে বেশ কিছু জন এই বিকল্প কুলেখাড়া চাষ করছেন। বর্তমান সময়ে তাই ধান চাষের পরিবর্তে বা ধান চাষের সঙ্গে সঙ্গে কুলেখাড়া চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের পাশাপাশি ব্লকের অন্যান্য কৃষকেরা।

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kulekhara: কুলেখাড়া পাতার রস শরীরের জন্য দারুণ ভাল! উপকার চমকে দেবে! চাষেও বিরাট লাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল