TRENDING:

Jhargram News : মাঠে যাওয়াই কাল হল, আর ফেরা হল না বাড়িতে..., সাঁকরাইলের মাহাত পরিবারে হঠাৎ নামল অন্ধকার!

Last Updated:

Jhargram News: ঝাড়গ্রামের সাঁকরাইলের বরদা গ্রামে দুপুরে মাঠে লাঙ্গল দেওবার সময় আচমকা শুরু হয় বৃষ্টি ও প্রবাল বজ্রপাত। বজ্রপাত হয় ঠিক তার কাছেই। তাতেই জমিতে লুটিয়ে পড়েন ললিতবাবু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: সাঁকরাইলের বরদা গ্রামের মাহাত পরিবারে হঠাৎ করে নামল অন্ধকার ! মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। বুধবার দুপুরে জমিতে ধান চাষ করার সময় ঘটে দুর্ঘটনা। মাঠে গিয়ে ছিলেন পারিবারের সম্বল জোগাতে আর বাড়ি ফেরা হল না। হঠাৎ কালো মেঘ ঘনিয়ে প্রবল বজ্রবৃষ্টি শুরু হয়। সেই বজ্রাঘাতে মাঠে লাঙ্গল দেওবার সময় মৃত্যু হয় ললিত মাহাতর। তার বয়স ৪৭।
প্রতীকী ছবি 
প্রতীকী ছবি 
advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, অভাবের সংসার মাত্র ১৫ কাঠা জমি চাষ করে সংসার চালাতেন।

আরও পড়ুন-রাত পোহালেই রথযাত্রা! এ কী কাণ্ড ঘটে গেল দিঘায়! ওল্ড থেকে নিউ দিঘায় বন্ধ হয়ে গেল…! চরম বিপাকে পর্যটকেরা

advertisement

জোটেনি আবাস যোজনার বাড়ি, মাটির কুঁড়ে ঘরে বসবাস করত। ছোটবেলায় বাবা মারা যাওয়ার ফলে সংসারের মূল চালিকা শক্তি ছিল ললিত। সংসারের অর্থ জোগাড় করতে তিনি ছাগল পালন করতেন।গত এক বছর আগে তার মা মারা যায়। বর্তমানে দুই ছেলে ও স্ত্রী, বড় ছেলে বেকার, ছোট ছেলে নবম শ্রেণীতে পড়ে।

View More

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! শনি চালাবে ভয়ঙ্কর ধ্বংসলীলা, ৫ রাশির দুঃখের শেষ থাকবে না, শনির রোষে সব ছারখার, পুড়বে কপাল

advertisement

ললিতের স্ত্রী সবিতা দেবী বলেন,  ‘আমাদের সংসারে ও একমাত্র রোজকার করত, কাজ করলে খাবার জুটত, এখন কীভাবে সংসার চালাব ভাবতে পারছি না।’ ওই গ্রামের বাসিন্দা মথুর মাহাত বলেন “জমি জায়গা সেরকম নেই, লোকের বাড়িতে কাজ করে সংসার চালাত ললিত।’ অজ্ঞান অবস্থায়  স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

তন্ময় নন্দী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : মাঠে যাওয়াই কাল হল, আর ফেরা হল না বাড়িতে..., সাঁকরাইলের মাহাত পরিবারে হঠাৎ নামল অন্ধকার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল