ভূস্বর্গের সঙ্গে মুরারইয়ের নয়াগ্রামের সম্পর্কটা বহুদিনের। ফি বছর এ গাঁয়ের অনেকেই পরিবারের অভাব অনটন মেটাতে উপত্যকায় পাড়ি দেন। খেতমজুর কিংবা দিনমজুরের কাজ করে সংসার চলে তাঁদের। কুলগামের জঙ্গি হামলার পর আতঙ্কে ঘরবন্দি বাংলার শ্রমিকরা। বারামুলা থেকে ফোনে সে কথাই জানালেন বীরভূমের বাসিন্দা শেখ ফজলু।
এমন যে হতে পারে তা স্বপ্নেও ভাবেননি কেউ। নয়াগ্রামের এমাজউদ্দিন শেখ, রাকিবুল শেখ, আবদুল খালেক, নইমুদ্দিন শেখদের পরিবার চায়, সুস্থ শরীরে ঘরের লোক ঘরে ফিরুক। কাজ খুঁজে নিক এ বাংলায়।
advertisement
এখন শান্তিতে প্রিয়জনকে নিয়ে বাঁচতে চায় পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2019 7:00 PM IST