পুলিশ সুত্রে জানা গিয়েছে, রাঙাডি গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ পাল ও তার মূক-বধির দিদি জবা পাল। পারিবারিক কারণে তাদের মধ্যে ব্যাপক অশান্তি সৃষ্টি হয়। শুরু হয় মারধর। গৌরাঙ্গ পাল জবা পালকে ব্যাপক মারধর করে। আর তাতেই গুরুতর আহত হন জবা পাল।
স্ত্রীর নামে পোস্টঅফিসে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট করলে ২ বছরে কত টাকা মিলবে?
advertisement
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর পর তাঁকে ওই অবস্থায় উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর দেওয়া হয় বলরামপুর থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার আইসি অর্ণব গুহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। অভিযুক্ত গৌরাঙ্গ পালকে আটক করেছে পুলিশ। মৃতা জবা পালের বাবা দুখন পালকে জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে যাওয়া হয়েছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিণতির শিকার হতে হল জবা পালকে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
