গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মাটিয়ার খোলাপোতা মথুরাপুরের একটি বাড়িতে
হানা দেয় মাটিয়া থানা ও বসিরহাট জেলা পুলিশেরর বিশেষ টিম। সেখান থেকে উদ্ধার হয় ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকার জাল নোট। এর মধ্যে ২০০, ৫০০ এবং দু’হাজার টাকার নোট রয়েছে। তবে, বাড়ির মালিক অবশ্য পলাতক। বিপুল পরিমাণ জাল নোট কেন বাড়িতে রাখা হয়েছিল, তা কোথায় পাচারের ছক ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
advertisement
আরও পড়ুন: জগন্নাথ ধাম নামকরণে আপত্তি, পুরীর নিম কাঠেই দিঘায় বিগ্রহ? তদন্তের নির্দেশ ওড়িশা সরকারের
ধৃতের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানায় চুরি ছিন্তাইয়ের একাধিক অভিযোগ ছিল। পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে ছয় মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং। পুলিশের প্রাথমিক ধারণা আগামীতে এগুলি প্রিন্টিং করে টাকা রূপান্তরিত করার পরিকল্পনা ছিল ওই জাল নোট কারবারি। ধৃতের সঙ্গে বাংলাদেশের কোন যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সংখ্যার হিসাবে ২০০০ টাকার জাল নোট ১৫৬৭টি ও ৫০০ টাকার জাল নোট ৩২৭টি ও ২০০ টাকার জাল নোট ২৯৪টি।