পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মোটরবাইকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় জাল নোট। বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে থাকা মোটরবাইক। ধৃত আরমান শেখ, বৈষ্ণবনগরের চীনা বাজারের বাসিন্দা। মোবারক শেখের বাড়ি বৈষ্ণবনগরের জলাদিটোলা এলাকায়। আরেকজন, মহম্মদ ওয়াসিম কালিয়াচক থানার চরি অনন্তপুরের কামাত এলাকার বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার মালদহ জেলা আদালতে তোলে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হচ্ছে।
advertisement
গতকালই জাল লটারি টিকিট বিক্রি করতে এসে হাতে হাতে ধরা পড়ে দুই ‘প্রতারক’। পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুইজনকে। জানা গিয়েছে, এদিন দুই ব্যক্তি কিছু লটারির টিকিট নিয়ে ওদলাবাড়ির টাউনশিপ এলাকার একটা লটারি বিক্রেতার কাছে আসে। টিকিটগুলি দেখে সন্দেহ হয় সেই লটারি বিক্রেতার। তাঁকে দোকান মালিক জিজ্ঞাসাবাদ করলে কথায় অসংগতি মেলে। অবস্থা বেগতিক বুঝে ওই দুই ব্যক্তি সেখান থেকে চম্পট দেয়। পিছু নিয়ে তাদের আটক করে ওই লটারি বিক্রেতা ছেলে এবং স্থানীয়রা।