TRENDING:

হোমিওপ্যাথি ডিগ্রিতেই অ্যালোপ্যাথি চিকিৎসা, অভিযুক্ত মেদিনীপুরের ‘দাঁতের ডাক্তার’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: হোমিওপ্যাথি ডিগ্রি সম্বল করেই অ্যালোপ্যাথি চিকিৎসা। কাঠগড়ায় মেদিনীপুরের দাঁতের ডাক্তার। সাংবাদিকের হাতে ধরা পড়ে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি দশা। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের।
advertisement

ইনি, তাপসকুমার ভুইয়াঁ। রোগী দেখেন বাড়ির একতলার চেম্বারেই। ডেন্টিস্ট বলে পরিচয় দিলেও, তাঁর ডিগ্রি কিন্তু সেকথা বলছে না। দাঁতের সমস্যা নিয়ে তাপসের কাছে গিয়েছিলেন সুদীপ্ত দাস। ডাক্তারবাবুর আচরণে সন্দেহ হয় তাঁর। চেপে ধরতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল! আমার হোমিওপ্যাথি ডিগ্রি আছে। এক ডাক্তারের সহযোগীর কাজ করতাম’-

নিয়ম বলছে, হোমিওপ্যাথি ডিগ্রিধারীর অ্যালোপ্যাথি ওষুধ প্রেসক্রাইবের বা দাঁতের চিকিৎসা করার কোনও অধিকারই নেই। রবিবারই মেদিনীপুর কোতওয়ালি থানায় গোটা ঘটনা জানান সুদীপ্ত। সোমবার তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়। বিষয়টি থানার তরফে সরাসরি জানানো হয় পুলিশ সুপারকেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনার পর আর চেম্বার খোলেননি ডাক্তারবাবু। তাঁর বাড়ির দরজা, জানলাও ভিতর থেকে বন্ধ। তিনি বা তাঁর পরিবারের কেউ আদৌ ভিতরে রয়েছেন কিনা, জানা নেই কারওর।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হোমিওপ্যাথি ডিগ্রিতেই অ্যালোপ্যাথি চিকিৎসা, অভিযুক্ত মেদিনীপুরের ‘দাঁতের ডাক্তার’