TRENDING:

'আমি ক্লাস ৮ পাস!' পুলিশ ধমকাতেই ভেঙে পড়ল ডাক্তার

Last Updated:

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরেই দাঁতের চিকিত্‍‌সার পসার জমিয়ে ছিল রোহিত৷ ভুল পদ্ধতিতে দাঁতের চিকিত্‍‌সা করে অনেকেরই দাঁতের যন্ত্রণা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়৷ দিন কয়েক আগে সন্দেহ হয় কয়েকজনের৷ রোহিতকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাগনান: অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে দিব্যি দাঁতের চিকিত্‍‌সা চালাচ্ছিল হাওড়ার বাগনানের এক ভুয়ো ডাক্তার৷ চিকিত্‍‍সা পদ্ধতিতে সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারাই বৃহস্পতিবার ওই ভুয়ো ডাক্তারকে ধরিয়ে দিলেন পুলিশের হাতে৷ ধৃত ডাক্তারের নাম রোহিত মল্লিক৷
advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরেই দাঁতের চিকিত্‍‌সার পসার জমিয়ে ছিল রোহিত৷ ভুল পদ্ধতিতে দাঁতের চিকিত্‍‌সা করে অনেকেরই দাঁতের যন্ত্রণা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়৷ দিন কয়েক আগে সন্দেহ হয় কয়েকজনের৷ রোহিতকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা৷

পুলিশ এসে জেরা করতেই ভেঙে পড়ে রোহিত৷ জানায়, সে অষ্টম শ্রেণি পর্যন্তই পড়াশোনা করেছে৷ কলকাতার এক দাঁতের ডাক্তারের সহায়কের কাজ করত৷ তারপরই নিজে চিকিত্‍‍সা করা শুরু করে৷ চেম্বারেই তাকে গ্রেপ্তার করে বাগনান থানার পুলিশ৷

advertisement

দেখুন: এক ভুয়ো ডাক্তারের হাস্যকর স্বীকারোক্তি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'আমি ক্লাস ৮ পাস!' পুলিশ ধমকাতেই ভেঙে পড়ল ডাক্তার