TRENDING:

Extra-marital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, গাছের ডালে এক বধূ আর এক যুবকের ঝুলন্ত দেহ

Last Updated:

Extra-marital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কে আত্মঘাতী। মৃত লোটন বাউরী জামগোরার বাসিন্দা। গাছের ডালে এক বধূ আর এক যুবকের ঝুলন্ত দেহ! এই দৃশ্য দেখে চমকে ওঠে এলাকার মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: বিবাহ বহির্ভূত সম্পর্কে আত্মঘাতী। মৃত লোটন বাউরী জামগোরার বাসিন্দা। গাছের ডালে এক বধূ আর এক যুবকের ঝুলন্ত দেহ! এই দৃশ্য দেখে চমকে ওঠে এলাকার মানুষ। এমনই ঘটনা ঘটলো দুর্গাপুর থানার বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ কার্তুজ উদ্ধারে যোগ বড় চক্রের! কোন নাশকতার পরিকল্পনা ছিল? জেরায় চাঞ্চল‍্যকর ত‍থ‍্য

ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয়রা গরু চরাতে গিয়ে দেখতে পায় এক বধূ আর এক যুবক গলায় দড়ি দিয়ে একটি গাছের ডালে ঝুলছে। তারপরেই পুলিশ পৌঁছায় সেখানে। গাছের ডাল থেকে দড়ি কেটে নামানো হয় দুজনেরই দেহ। তারপরেই ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

গাছের চতুর্দিক পুলিশ লেখা ফিতে দিয়ে ঘিরে দিয়েছে। এখনও পর্যন্ত দু’জনেরই নাম পরিচয় জানা যায়নি। দু’জনেরই পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ। কী কারণেই মৃত্যু হল নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসেনজিৎ মাকুর নামের এক ব্যক্তি বলেন, “আমরা গরু চরাতে এসেছিলাম। আমাদের কয়েকজন মহিলা দেখেন দুজনের ঝুলন্ত দেহ। তারপরেই আমরা পুলিশকে খবর দিই। কিন্তু এই দু’জনকে আমরা চিনি না।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extra-marital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, গাছের ডালে এক বধূ আর এক যুবকের ঝুলন্ত দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল