সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত ব্যক্তির কিছু শারীরিক অসুস্থতা রয়েছে। তাঁকে চিকিৎসক জানিয়েছিলেন, তিনি হয়তো আর বছর পাঁচেক বাঁচবেন। একথা শোনার পরেও ওই ব্যক্তি নাকি ভয় পাননি! বরং তাঁর লক্ষ্য ছিল, যতদিন বাঁচবেন আনন্দে কাটাবেন। সেই থেকেই তিনি এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হন।
advertisement
এখানেই অবশ্য শেষ নয়! ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, এরপর সেই ভিডিও হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন তিনি। সেখান থেকে দেখা দেয় মনোমালিন্য। বেজায় চটে গিয়ে সোজা পিংলা থানার দ্বারস্থ হন ওই মহিলা। অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ওই ব্যক্তি। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। বর্তমানে ধৃত ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছেন। আজ তাঁকে আদালতে তোলা হবে।
