গত কয়েক দিনের মধ্যে মৃত্যু হয়েছে অন্তত তিনশো পথকুকুরের। একের পর এক পথ কুকুরের মৃত্যুর ঘটনায় কালনা শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ১৫ দিনেই অন্তত দেড়শো কুকুরের মৃত্যু হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। কেন এই মৃত্যু তা খতিয়ে দেখার পর এখন তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। অন্যদিকে পশুপ্রেমী সংস্থাগুলি নিজেদের উদ্যোগে কুকুরদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে।
advertisement
আরও পড়ুন : শীতকালে কোলেস্টেরলের জ্বালায় হিমশিম? আপনার সমস্যার সমাধান লুকিয়ে শিমে
প্রতিনিধি দলের এক আধিকারিক বলেন, " মৃত্যুর কারণ এবং প্রাথমিক লক্ষণ দেখে আগেই মনে করা হয়েছিল এটি ডিসটেম্পার অসুখ। ভাইরাসঘটিত রোগ। যা একটি কুকুর থেকে আর একটি কুকুরে ছড়িয়ে পড়ে। পরীক্ষায় সেই তথ্যই সামনে এসেছে।" কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল বলেন, " নভেম্বর মাসেই কালনা শহরের বিভিন্ন এলাকায় তিন শতাধিক পথ কুকুর মারা গেছে। পুরসভার তরফ থেকেও সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। "