কলকাতা: সোনারপুরে অটোয়ালার সঙ্গে বচসা হয় শুল্ক আধিকারিকের। তার জেরেই ফ্ল্যাটে দলবল নিয়ে চড়াও হন অটোয়ালাদের একাংশ। তারপরে ওই আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ অটোচালকদের বিরুদ্ধে।
ওই শুল্ক আধিকারিকের নাম প্রদীপ কুমার। সোনারপুর মেগাসিটি এলাকায় তার বাড়ি। সেখানেই প্রায় ৫০ জন অটোচালকদের একটি দল এসে ওই আধিকারিকের বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় পুলিশ অভিযোগ পাওয়ার পরে মোট চারজনকে গ্রেফতার করে, বারুইপুর আদালতে প্রত্যেকেই জামিন পেয়েছেন।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে ওই শুল্ক আধিকারিকের সঙ্গে ঝামেলা হয় এক অটোচালকের। সেই ঝামেলার পরে হাতাহাতিও হয়, যদিও শুক্রবার স্থানীয়রা এসে সেই ঝামেলা মিটিয়ে দেন। কিন্তু এর পর দলবল নিয়ে ওই শুল্ক আধিকারিকের বাড়িতে হামলা চালায় অটোচালকদের দল। শুল্ক আধিকারিকের ঘরে ঢুকে তাকে মারধর করা হয় বলে অভিযোগ, রেহাই পাননি প্রদীপের নাবালক সন্তান এবং স্ত্রীও। মাথা ফাটিয়ে দেওয়া হয় শুল্ক আধিকারিকের, পুলিশকে হামলার সময় জানালেও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
অভিযোগ পাওয়ার পরে পুলিশ আজিজুল গাজি নামে এক ব্যক্তিতে গ্রেফতার করে। তবে শনিবারই মূল অভিযুক্তের জামিন মঞ্জুর করেন বারুইপুর আদালত। রবিবার ওই শুল্ক আধিকারিকের আধিকারিকের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
