TRENDING:

Excise officer attacked: সোনারপুরে শুল্ক আধিকারিকের ফ্লাটে দলবল নিয়ে ঢুকে মার অটোচালকের! গ্রেফতারির পরে জামিনও পেল ধৃতেরা

Last Updated:

Excise officer attacked: সোনারপুরে অটোয়ালার সঙ্গে বচসা হয় শুল্ক আধিকারিকের। তার জেরেই ফ্ল্যাটে দলবল নিয়ে চড়াও হন অটোয়ালাদের একাংশ। তারপরে ওই আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ অটোচালকদের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুল্ক আধিকারিককে মার
শুল্ক আধিকারিককে মার
advertisement

কলকাতা: সোনারপুরে অটোয়ালার সঙ্গে বচসা হয় শুল্ক আধিকারিকের। তার জেরেই ফ্ল্যাটে দলবল নিয়ে চড়াও হন অটোয়ালাদের একাংশ। তারপরে ওই আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ অটোচালকদের বিরুদ্ধে।

ওই শুল্ক আধিকারিকের নাম প্রদীপ কুমার। সোনারপুর মেগাসিটি এলাকায় তার বাড়ি। সেখানেই প্রায় ৫০ জন অটোচালকদের একটি দল এসে ওই আধিকারিকের বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় পুলিশ অভিযোগ পাওয়ার পরে মোট চারজনকে গ্রেফতার করে, বারুইপুর আদালতে প্রত্যেকেই জামিন পেয়েছেন।

advertisement

আরও পড়ুন: ১১০ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা! সোমবার থেকেই রাজ্যে প্রভাব, কোন কোন জেলায় ঝড়বৃষ্টি?

পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে ওই শুল্ক আধিকারিকের সঙ্গে ঝামেলা হয় এক অটোচালকের। সেই ঝামেলার পরে হাতাহাতিও হয়, যদিও শুক্রবার স্থানীয়রা এসে সেই ঝামেলা মিটিয়ে দেন। কিন্তু এর পর দলবল নিয়ে ওই শুল্ক আধিকারিকের বাড়িতে হামলা চালায় অটোচালকদের দল। শুল্ক আধিকারিকের ঘরে ঢুকে তাকে মারধর করা হয় বলে অভিযোগ, রেহাই পাননি প্রদীপের নাবালক সন্তান এবং স্ত্রীও। মাথা ফাটিয়ে দেওয়া হয় শুল্ক আধিকারিকের, পুলিশকে হামলার সময় জানালেও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: ‘শারীরিক সম্পর্ক এবং বিয়ের জন্য চাপ দিত’! হাতে লিখে মৃত চিকিৎসক তরুণীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

অভিযোগ পাওয়ার পরে পুলিশ আজিজুল গাজি নামে এক ব্যক্তিতে গ্রেফতার করে। তবে শনিবারই মূল অভিযুক্তের জামিন মঞ্জুর করেন বারুইপুর আদালত। রবিবার ওই শুল্ক আধিকারিকের আধিকারিকের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Excise officer attacked: সোনারপুরে শুল্ক আধিকারিকের ফ্লাটে দলবল নিয়ে ঢুকে মার অটোচালকের! গ্রেফতারির পরে জামিনও পেল ধৃতেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল