জানা গিয়েছে, বিষ্ণুপুর পুরসভার আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। বিভিন্ন প্রকল্পের ১০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। মন্ত্রী থাকার পাশাপাশি বিষ্ণুপুর পুরসভার পুর প্রশাসকের দায়িত্বও সামলেছিলেন তিনি। সেই সময়ই বিভিন্ন প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শনিবার রাতভর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
বিধানসভা ভোটের আগে, গত ডিসেম্বরে শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে (BJP) যোগদানের পরপরই বাঁকুড়ার বর্ষীয়ান তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও সেই পথেই হাঁটেন। শুভেন্দুই তাঁর রাজনৈতিক পথপ্রদর্শক, একথা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শ ত্যাগ করেছিলেন তিনি। যোগ দেন গেরুয়া শিবিরে। কিন্তু একুশের ভোটে (WB Assembly Polls) প্রার্থী হতে পারেননি।
এরপরই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অভিযোগ করেন, আগের দিন রাতে যিনি বিজেপিতে যোগ দিয়েছেন, তন্ময় ঘোষ নামে সেই ব্যক্তিকে বিষ্ণুপুর থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে। কোটি টাকায় সেই টিকিট বিক্রির অভিযোগ করেছিলেন শ্যামাপ্রসাদ। এরপরই জল্পনা ছড়ায়, তবে কি পুরনো দলে ফিরছেন শ্যামাপ্রসাদ? সেই চেষ্টার কসুর করেননি তিনি। কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তেমন কোনও সাড়াই মেলেনি। এবার সরাসরি গ্রেফতারই হয়ে গেলেন তিনি।