TRENDING:

বনগাঁর একাধিক এলাকায় ইভিএম বিকল, বন্ধ ভোটগ্রহণ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বনগাঁ: বনগাঁর একাধিক এলাকায় ইভিএম বিকল ৷ এর জেরে সকাল থেকেই বিভিন্ন বুথে উত্তেজনা সৃষ্টি হয়েছে ৷ স্বরূপনগরের ২০০ নং বুথে ইভিমে বিকল ৷ নিউ বনগাঁ স্কুলে বিকল ইভিএম ৷ বাগদার গাড়াপোতা স্কুলেও বিকল ইভিএম ৷ ২৬২ নং বুথে বন্ধ ভোটগ্রহণ ৷
advertisement

বনগাঁ লোকসভার নির্ণায়ক মতুয়া সম্প্রদায়ের ভোটাররা। ২০০৯ সালে বনগাঁ লোকসভা কেন্দ্র তৈরির পর থেকেই এই কেন্দ্রটি তৃণমূলের দখলে। ২০১৫ সালে বনগাঁ লোকসভার উপনির্বাচনে জয়ী হন তৃণমূলের মমতাবালা ঠাকুর। এবার তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ঠাকুরবাড়িরই আরেক সদস্য বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

আজ পঞ্চম দফায় দেশের একান্ন কেন্দ্রে ভোটগ্রহণ। নজরে একাধিক হেভিওয়েট প্রার্থী। রাহুল বনাম স্মৃতির লড়াইয়ে সরগরম অমেঠি। সোমবার ভোট সনিয়া গান্ধির রায়বরেলিতেও। নির্ধারিত হবে রাজনাথ সিং-সহ মোদি মন্ত্রিসভার একাধিক সদস্যের ভবিষ্যৎ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বনগাঁর একাধিক এলাকায় ইভিএম বিকল, বন্ধ ভোটগ্রহণ