TRENDING:

Nadia News: লক্ষ্য জলঙ্গি বাঁচাও দূষণ রোধ কর, নদীকে বরণ করে দিনভর হল নানা সচেতনতামূলক অনুষ্ঠান

Last Updated:

Nadia News: জলঙ্গি নদী বাঁচাতে, জলাশয় রক্ষা করতে, সবুজায়নে, প্লাস্টিক দূষণ রোধে, জৈব কৃষিতে ও ভূগর্ভস্থ জল সঞ্চয় সহ সামগ্রিক পরিবেশ রক্ষার্থে জলঙ্গি দিবস পালন করল কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংস্থা সেভ জলঙ্গি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর: জলঙ্গি নদী বাঁচাতে, জলাশয় রক্ষা করতে, সবুজায়নে জোর দিতে, প্লাস্টিক দূষণ রোধে, জৈব কৃষিতে ও ভূগর্ভস্থ জল সঞ্চয় সহ সামগ্রিক পরিবেশ রক্ষার্থে জলঙ্গি দিবস পালন করল কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংস্থা সেভ জলঙ্গি। মূলত নদিয়া জেলার করিমপুর থেকে স্বরুপগঞ্জ ঘাট পর্যন্ত জলঙ্গি নদী বয়ে গিয়েছে। জলঙ্গি নদীকে যথেচ্ছ পরিমাণে অপব্যবহার করা হয় বছরের প্রায় সময়ই। তবে বর্তমানে এই অপব্যবহারের পরিমাণ কিছুটা হলেও কমেছে তার প্রধান কারণ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজ সচেতন মানুষেরা মিলে একের পর এক কর্মসূচি করে চলেছে নদীকে বাঁচাতে। ঠিক তেমনি জলঙ্গিনদীকে বাঁচাতে আয়োজন করা হয়েছে জলঙ্গি নদী দিবসের।
advertisement

জলঙ্গী দিবস উপলক্ষ্যে সারাদিন ধরেই একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় স্বেচ্ছাসেবী সংস্থার তরফে। মূলত সকালবেলা নদীকে বাঁচাতে এবং তার বার্তা দিতে কৃষ্ণনগর বিসর্জন ঘাট থেকে সাইকেল র‍্যালির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা এবং বেশ কিছু পরিবেশ কর্মীরা। এরপর বিকেলে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং কবি জীবনানন্দ দাশের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে এরপর জলঙ্গি নদীকে বরণ করা হয়। বেশ কিছু আদিবাসী ছেলেমেয়েরা ধামসা ও মাদল বাজিয়ে গান ও তাদের প্রাচীন নৃত্যের সাথে জলঙ্গি নদীকে বরণ করে।

advertisement

আরও পড়ুনঃ Nadia News: বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার ধানতলা পুলিশের

এছাড়াও ছোট ছোট ছেলেমেয়েরা একাধিক কর্মসূচিতে যোগদান করে এবং অনুষ্ঠানের শেষে তাদেরকে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে শংসাপত্র। এদিন জলঙ্গি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস এছাড়াও একাধিক পরিবেশ প্রেমী বিশিষ্ট মানুষেরা। মূলত নদীকে বাঁচাতে এবং নদীর ভবিষ্যৎ রক্ষা করতে পরিবেশপ্রেমী মানুষদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: লক্ষ্য জলঙ্গি বাঁচাও দূষণ রোধ কর, নদীকে বরণ করে দিনভর হল নানা সচেতনতামূলক অনুষ্ঠান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল