TRENDING:

মায়াপুর যাওয়া এবার একদম সহজ! শিয়ালদহ থেকে ৩ জোড়া EMU ট্রেন পরিষেবা চালু ঘোষণা! জানুন বিশদে

Last Updated:

৩ জোড়া লোকাল ট্রেন পরিষেবা চালু করছে পূর্ব রেল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব রেলওয়ে কৃষ্ণনগর শহরের মধ্যে ০৩ (তিন) জোড়া লোকাল ট্রেন বা EMU পরিষেবা চালু করবে। শিয়ালদহ ডিভিশনের আমঘাটা হল্ট স্টেশন থেকে কৃষ্ণনগরের মধ্যে এই সব ট্রেন চলাচল করবে। যাত্রীদের প্রয়োজনীয়তা পূরণের দিকে একটি পদক্ষেপ হিসাবে, পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ কৃষ্ণনগর শহরের মধ্যে 03 (তিন) জোড়া ইএমইউ লোকাল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এবং আমঘতা হল্ট স্টেশনগুলি 17.11.2025 থেকে কার্যকর৷
মায়াপুর যাওয়া এবার একদম সহজ! শিয়ালদহ থেকে ৩ জোড়া EMU ট্রেন পরিষেবা চালু ঘোষণা! জানুন বিশদে
মায়াপুর যাওয়া এবার একদম সহজ! শিয়ালদহ থেকে ৩ জোড়া EMU ট্রেন পরিষেবা চালু ঘোষণা! জানুন বিশদে
advertisement

31881, 31883 এবং 31885 কৃষ্ণনগর সিটি জং। আমঘাটা হল্ট ইএমইউ লোকাল কৃষ্ণনগর শহর থেকে ছেড়ে যাবে।  সকাল ৬ঃ৪৫, দুপুর ১ঃ৩০ টায় এবং রাত ৯ঃ১৫টায় ছেড়ে আমঘাটা হল্টে পৌঁছাবে যথাক্রমে ০৭:০০, ১৩:৪৫ এবং ২১:৩০ মিনিটে। এবং বিপরীত দিকে, ৩১৮৮২, ৩১৮৮৪ এবং ৩১৮৮৬ আমঘাটা হল্ট – কৃষ্ণনগর সিটি জংশন ইএমইউ লোকাল আমঘাটা হল্ট থেকে ০৭:০৮, ১৩:৫৩ এবং ২১:৩৮ মিনিটে ছেড়ে যথাক্রমে ০৭:২৩, ১৪:০৮ এবং ২১:৫৫ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছাবে।

advertisement

বিহারে বিজেপির জয়ের নেপথ্যে রয়েছে বড় পরিকল্পনা! জুন মাস থেকে সবটা জেনে নিন

টাকা দিয়েও আরাম অধরা! যে সিটগুলো এড়িয়ে চলছেন বন্দে ভারত যাত্রীরা, কারণ জানিয়ে ছবি পোস্ট করলেন সবাই

উপরোক্ত পরিষেবাগুলি শুরু হওয়ার সাথে সাথে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন ১৫.১১.২০২৫ তারিখে আমঘাটা হল্ট থেকে কৃষ্ণনগর সিটি জংশনে ০১ (এক)টি উদ্বোধনী পরিষেবা চালাবে। ট্রেনটি আমঘাটা হল্ট থেকে ১২:০০ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছাবে ১২:১৫ মিনিটে।কয়েক মাস আগেই, কৃষ্ণনগর থেকে আমঘাটার মধ্যে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের কাজ সম্পন্ন হয়েছে। গত বছর থেকেই (২০২৪ সাল) স্থানীয় বাসিন্দারা এই লাইনে ট্রেন চলাচল শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন।

advertisement

সম্প্রতি ট্রায়াল রান সম্পন্ন হয়েছে আমঘাটা পর্যন্ত, যা ট্রেন পরিষেবা চালুর পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের মতে, এই নতুন রেললাইন চালু হলে কৃষ্ণনগর ও আশেপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
'বিড়াল বলে মাছ খাব না, আঁশ ছোঁব না!' বিড়াল কিনা দেয় মাছ পাহারা? দুর্গাপুরের মিনিকে দেখুন!
আরও দেখুন

আমঘাটা ও সংলগ্ন গ্রামগুলির বাসিন্দাদের জন্য কৃষ্ণনগর শহরে আসা-যাওয়া অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠবে। পাশাপাশি, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনকেন্দ্র মায়াপুর ইসকন মন্দিরে পৌঁছনও আরও সহজ হবে। কলকাতা শহরতলী ও আশেপাশের জেলা থেকে আগত ভক্ত ও পর্যটকদের জন্য এটি এক বড় স্বস্তির খবর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মায়াপুর যাওয়া এবার একদম সহজ! শিয়ালদহ থেকে ৩ জোড়া EMU ট্রেন পরিষেবা চালু ঘোষণা! জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল