উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্তে হাতির হানার খবর সামনে এসেছে। এবার ঘটনাস্থল ঝাড়গ্রাম। এদিন ভোরবেলা খাবারের সন্ধানে কলসিভাঙা গ্রামে ঢুকে পড়ে দলছুট দাঁতাল হাতি রামলাল। সাতসকালে এলাকায় হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।
advertisement
জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে লালগড় রেঞ্জার বিভিন্ন জায়গায় হাতির তাণ্ডব লেগেই রয়েছে। এদিন সকালেও খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ে একটি হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দফতরের কর্মীরা। তাঁরা গিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন।
প্রসঙ্গত, লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের উত্তর ধুপঝোরা বর্ণবস্তি এলাকায় ধান ক্ষেতে হামলা চালায় দলছুট বুনো হাতি। এবার খাবারের সন্ধানে লালগড়ের কলসিভাঙা এলাকায় দাপিয়ে বেরাল দলছুট দাঁতাল হাতি রামলাল। এই নিয়ে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বন দফতরের কর্মীরা। তাঁরা হাতিটিকে ফের জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন।
