TRENDING:

ফের হাতির মৃত্যু, সেলফি তোলার জন্য উৎসাহীদের ভিড়

Last Updated:

ফের হাতির মৃত্যু। এবার লালগড়ের, কাটাপাহাড়ি বিটের পুরনাপানি গ্রামে। আর মৃতদেহ ঘিরে লোকের মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লালগড়: ফের হাতির মৃত্যু। এবার লালগড়ের, কাটাপাহাড়ি বিটের পুরনাপানি গ্রামে। আর মৃতদেহ ঘিরে লোকের মেলা। ভিড়টা হাতিঠাকুর কে প্রনাম করে লোম নেওয়া ও সেলফি তোলার কারনে বারছিলো। সে কারনে দড়ি দিয়ে ব্যারিকেড করে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মৃত হাতিটিকে।
advertisement

মূল রাস্তার ধারে সকালে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বৃদ্ধা হাতিটিকে। প্রায় ৫৫ বছর বয়সী এই মেয়ে হাতিটি বার্ধক্য জনিত কারনে মারা গেছে বলে প্রাথমিক ধারনা বনদফতর এর। তবে এখনি তা নিশ্চিত করে জানানো হচ্ছেনা।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

মৃতদেহ ময়না তদন্ত করে তারপর জানা যাবে মত্যুর সঠিক কারণ। এমহুর্তে লালগড়ে প্রায় ৪০টি হাতি ছড়িয়ে রয়েছে।এখন ধানের তলা ফেলার কারন কেউ বিষ প্রয়োগ করলো অথবা বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মারা গিয়েছে কিনা সে সমস্ত দিক ও খতিয়ে দেখা হচ্ছে। যতোই হাতির হামলায় মানুষের মৃত্যু হোক বা আর্থিক ক্ষতি হোক, হাতি মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের হাতির মৃত্যু, সেলফি তোলার জন্য উৎসাহীদের ভিড়